রাস্তাঘাটে, অফিসে বা বাড়িতে, কাউকে হাই তুলতে দেখলেই গা-টা কেমন ম্যাজম্যাজ করে।
কাউকে হাই তুলতে দেখা তো দূরের কথা, কেউ হাই তুলছে… একথা ভাবলেও হাই উঠতে পারে বিস্তর।
এই বিষয়েই সাধারণ মানুষের মনে রয়েছে প্রশ্ন।
অন্যকে হাই তুলতে দেখলেই আমাদের হাই ওঠে কেন? গবেষণার পর এর কারণ ব্যাখ্যা করলেন জানালেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের মতে, এরকম হওয়ার কারণ হল, আমাদের শরীরে মিরর নিউরোনের উপস্থিতি।
অনেক সময়ে দেখা যায়, অন্য কাউকে আঘাত পেতে দেখলে, শারীরিকভাবে না হলেও মানসিকভাবে আমাদের ব্যথা অনুভূত হয়।
মনোরোগ বিশেষজ্ঞদের মতে, মানুষ হল দলবদ্ধ জীব। সব সময় দলগত ভাবে চিন্তাভাবনা করে কাজ করতে ভালোবাসে।
সাধারণত আমরা যখন ক্লান্ত হয়ে যাই, যখন একঘেয়েমি আসে, তখন মস্তিষ্কের তাপমাত্রা বেড়ে যায়।
হাই তুললে দেহের সেই বর্ধিত তাপমাত্রা কমে। এবং তারপর মস্তিষ্কে রক্ত চলাচল বেড়ে যায়।
হাই তোলার পর আমাদের মস্তিষ্ক চাঙ্গা হয়। অন্যকে অনুকরণ করে আমরাও চাঙ্গা হওয়ার চেষ্টা করি।
সেইজন্যেই কাউকে হাই তুলতে দেখলে বা হাই তোলার কথা চিন্তা করলে আমাদের হাই ওঠে।