Bangla

হাই তোলা কি ছোঁয়াচে রোগ?

রাস্তাঘাটে, অফিসে বা বাড়িতে, কাউকে হাই তুলতে দেখলেই গা-টা কেমন ম্যাজম্যাজ করে।

Bangla

হাই তোলা কি ছোঁয়াচে রোগ?

কাউকে হাই তুলতে দেখা তো দূরের কথা, কেউ হাই তুলছে… একথা ভাবলেও হাই উঠতে পারে বিস্তর।

Image credits: Our own
Bangla

হাই তোলা কি ছোঁয়াচে রোগ?

এই বিষয়েই সাধারণ মানুষের মনে রয়েছে প্রশ্ন।

Image credits: Our own
Bangla

হাই তোলা কি ছোঁয়াচে রোগ?

অন্যকে হাই তুলতে দেখলেই আমাদের হাই ওঠে কেন? গবেষণার পর এর কারণ ব্যাখ্যা করলেন জানালেন বিজ্ঞানীরা।

Image credits: Our own
Bangla

হাই তোলা কি ছোঁয়াচে রোগ?

বিজ্ঞানীদের মতে, এরকম হওয়ার কারণ হল, আমাদের শরীরে মিরর নিউরোনের উপস্থিতি।

Image credits: Our own
Bangla

হাই তোলা কি ছোঁয়াচে রোগ?

অনেক সময়ে দেখা যায়, অন্য কাউকে আঘাত পেতে দেখলে, শারীরিকভাবে না হলেও মানসিকভাবে আমাদের ব্যথা অনুভূত হয়।

Image credits: Our own
Bangla

হাই তোলা কি ছোঁয়াচে রোগ?

মনোরোগ বিশেষজ্ঞদের মতে, মানুষ হল দলবদ্ধ জীব। সব সময় দলগত ভাবে চিন্তাভাবনা করে কাজ করতে ভালোবাসে।

Image credits: Our own
Bangla

হাই তোলা কি ছোঁয়াচে রোগ?

সাধারণত আমরা যখন ক্লান্ত হয়ে যাই, যখন একঘেয়েমি আসে, তখন মস্তিষ্কের তাপমাত্রা বেড়ে যায়।

Image credits: Our own
Bangla

হাই তোলা কি ছোঁয়াচে রোগ?

হাই তুললে দেহের সেই বর্ধিত তাপমাত্রা কমে। এবং তারপর মস্তিষ্কে রক্ত চলাচল বেড়ে যায়।

Image credits: Our own
Bangla

হাই তোলা কি ছোঁয়াচে রোগ?

হাই তোলার পর আমাদের মস্তিষ্ক চাঙ্গা হয়। অন্যকে অনুকরণ করে আমরাও চাঙ্গা হওয়ার চেষ্টা করি।

Image credits: Our own
Bangla

হাই তোলা কি ছোঁয়াচে রোগ?

সেইজন্যেই কাউকে হাই তুলতে দেখলে বা হাই তোলার কথা চিন্তা করলে আমাদের হাই ওঠে।

Image Credits: Our own