Bangla

বর্তমানে বাঁচুন

অতীতের ঘটনা ঘেটে জীবনে দুঃখভোগ করার থেকে বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাবুন।

Bangla

সৃষ্টিমূলক কাজে মনোনিবেশ করুন

ফোন এবং সোশ্যাল মিডিয়ায় সারাদিন অতিবাহিত করার চাইতে কোনও সৃষ্টিমূলক কাজের দিকে মনোনিবেশ করুন।

Image credits: Getty
Bangla

বাড়ির বাইরে বেরোন

সারাদিন ঘরের চার দেওয়ালের মধ্যে না থেকে বাড়ির বাইরে খোলা হাওয়ায় বেরোন। নিজের কাজে মন দিন।

Image credits: Getty
Bangla

জীবন একটাই

আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত। অল্প দিনের এই জীবনের সত্যিকারের অর্থ খুঁজে বার করা খুবই গুরুত্বপূর্ণ।

Image credits: Getty
Bangla

নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন হন

নিজের জীবনের গুরুত্ব ও অস্তিত্ব সম্পর্কে সচেতন হন। আপনার জীবন খুবই গুরুত্বপূর্ণ।

Image credits: Getty
Bangla

খেলাধুলো বা কোনও অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হন

খেলাধুলো বা কোনও অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকলে তা মন এবং শরীর দু'য়ের উপরই ইতিবাচক প্রভাব ফেলে।

Image credits: Getty
Bangla

নিয়মিত শরীরচর্চা

নিয়মিত শরীরচর্চা আপনাকে অনেক বেশি সতেজ রাখে। শরীর সুস্থ থাকলে মনও থাকে ফুরফুরে।

Image credits: Getty
Bangla

নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম

শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম মনসংযোগ বৃদ্ধিতে সাহায্য করে। গভীর শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মস্তিষ্কে অক্সিজেন সরাবরাহ বাড়ে যা আপনার মনোসংযগ বাড়ায়।

Image credits: Getty

এই মরসুমে স্ক্যাল্পে হতে পারে ছত্রাকের সংক্রমণ, এভাবে নিন চুলের যত্ন

হার্ট অ্যাটাকে আরও মৃত্যুর সম্ভাবনা, কলকাতা দিল্লি-সহ বহু শহরে আশঙ্কা

দু মিনিটের বেশি চা পাতা ফোটালেই সর্বনাশ, বাসা বাঁধবে ক্যানসার

সকালে শ্বাসযন্ত্রের ব্যয়ামেই ঘুচবে মানসিক থেকে শারীরিক সমস্যা