Bangla

রাতে বেশিক্ষণ জেগে থাকলে কী হয় জানেন?

রাতে ঠিকমতো ঘুম না হলে কী হয়, চলুন জেনে নেওয়া যাক।

Bangla

বায়োলজিক্যাল ক্লক

রাতে বেশিক্ষণ জেগে থাকলে বায়োলজিক্যাল ক্লক ক্ষতিগ্রস্ত হয়।

Image credits: Getty
Bangla

মস্তিষ্কের কার্যকারিতা

ঘুম ঠিকমতো না হলে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়। মনোযোগের অভাব, ভুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

Image credits: our own
Bangla

ক্লান্তি

পরের দিন সারাদিন ক্লান্তি অনুভূত হয়। শক্তির স্তর কমে যায়। 

Image credits: Getty
Bangla

মানসিক চাপ

ঘুমের অভাবে বিরক্তি ও মানসিক চাপ বাড়ে। 

Image credits: our own
Bangla

রোগ প্রতিরোধ ক্ষমতা

রাতে ঠিকমতো ঘুম না হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সর্দি-জ্বরের মতো সমস্যা সহজেই হতে পারে।

Image credits: Getty
Bangla

হার্টের স্বাস্থ্য

ঘুমের অভাব হার্টের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। রক্তচাপের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে।

Image credits: Getty
Bangla

হজমের উপর প্রভাব

ঘুমের অভাব অতিরিক্ত ক্ষুধার কারণ হতে পারে। এর ফলে, ওজন বেড়ে যায়। 

Image credits: our own
Bangla

সঠিক ঘুম

সুস্থ থাকার জন্য প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন।

Image credits: Getty

দৃষ্টিশক্তি বাড়াতে যে সাতটি খাবার খাবেন

ডিম এইভাবে খেলে দ্রুত কমবে ওজন

রাতে ব্রাশ না করলে কী হয় জানেন?

ওজন কমাতে বাধা দেয় এমন রাতের অভ্যাস, জানুন এক ক্লিকে