Bangla

ব্রেস্টমিল্ককে আরও পুষ্টিকর করুন চার উপায়ে, সন্তান হবে আরও শক্তিশালী

Bangla

রোগ প্রতিরোধ ক্ষমতা

সদ্যজাতো মায়ের দুধ থেকেই প্রাথমিক যাবতীয় পুষ্টি পায়। এটি পান করেই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

Image credits: Getty
Bangla

মস্তিষ্ক বেশি তীক্ষ্ণ হয়

ব্রেস্টমিল্ক পান করা শিশুদের মস্তিষ্ক বেশি তীক্ষ্ণ হয়। তাই মায়ের দুধ তাদের জন্য সেরা খাদ্য।

Image credits: Getty
Bangla

পুষ্টি উপাদান

মায়ের দুধে সব রকমের পুষ্টি উপাদান থাকা প্রয়োজন। অনেক সময় চর্বির পরিমান কম থাকায় শিশুর ওজন বাড়ে না তা স্থিতিশীল হয়ে যায়।

Image credits: Getty
Bangla

এনার্জি

১০০ গ্রাম ব্রেস্টমিল্কে প্রায় ৭৫ কিলো ক্যালোরি এনার্জি এবং ৪.২ গ্রাম ফ্যাট থাকে।

Image credits: Getty
Bangla

এই চার উপায়ে মায়ের দুধে চর্বির পরিমান বাড়িয়ে ফেলুন

শিশু যদি সম্পূর্ণ দুধ খেতে না পারে তবে ব্রেস্ট পাম্প দিয়ে স্তন খালি করুন। এতে ব্রেস্টমিল্কে ফ্যাটের পরিমান বাড়ে।

Image credits: Getty
Bangla

স্তনের ম্যাসাজ

মাকে তার স্তনের ম্যাসাজ করতে হবে। এতে দুধের নালি পরিষ্কার হয় ও দুধের পরিমান বাড়তে থাকে।

Image credits: Getty
Bangla

দুধ সম্পূর্ণ খাওয়ানো

সন্তান কে ফিড করানোর পর নিশ্চিত করুন যেন উভয় স্তনের দুধ সম্পূর্ণ খাওয়ানো হয়েছে।

Image credits: Getty
Bangla

ডায়েট চার্ট

সন্তান কে ফিড করানো মাকে উন্নত মানের ডায়েট চার্ট ফলো করা দরকার। যাতে দুধের পুষ্টিগুণ বজায় থাকে।

Image credits: pexels

মেটাস্ট্যাটিক স্তন ক্যান্সার বিপজ্জনক, এই লক্ষণগুলি উপেক্ষা করবেন না

চিকেন খেলে কি কোলেস্টেরল বাড়ে, জেনে নিন মিথ না সত্যি

ক্রমশ বাড়ছে ডেঙ্গুর প্রকপ, সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন কয়টি খাবার

পেটের মেদ কমাতে ৬টি খাবার খান, ফলাফল এক মাসেই চমকে দেবে