Bangla

পেটের মেদ কমাতে ৬টি খাবার

পেটের মেদ কমাতে চর্বিহীন প্রোটিন পেটের চর্বি দূর করতে সাহায্য করে।

Bangla

ওজন কম

চর্বিহীন প্রোটিন নিয়মিত প্রোটিন থেকে আলাদা। এটি ওজন কমানো ও পেশী রক্ষণাবেক্ষণে সহায়তা করে।

Image credits: freepik
Bangla

চর্বিহীন প্রোটিনের উৎস কি

স্যাচুরেটেড ফ্যাট এবং ক্যালোরির সর্বনিন্ম মাত্রা রয়েছে এমন খাবারে প্রোটিন পাওয়া যায়।

Image credits: Instagram
Bangla

তোফু-

চর্বিহীন প্রোটিনের অন্যতম উৎসগুলির মধ্যে একটি হল তোফু। যা ওজন কমাতেও সিদ্ধহস্ত।

Image credits: pexels
Bangla

মুসুর ডাল

মুসুর ডাল যে হাই প্রোটিনের অন্যতম এক উৎস তা আর আলাদা করে বলার কিছু নেই।

Image credits: freepik
Bangla

কটেজ চিজ

কেটো ডায়েটে থাকা অনেকেই কটেজ চিজ পাতে রাখেন। এটি চর্বিহীন প্রোটিনের অন্যতম উৎসগুলির মধ্যে একটি।

Image credits: pexels
Bangla

পিনাট বাটার

এতে ক্যালোরি ও চর্বি সামান্য। প্রতিদিন হাই প্রোটিন সমৃদ্ধ পিনাট বাটার খাওয়া দ্রুত ওজন কমাতে সাহায্য করে।

Image credits: pexels
Bangla

লো ফ্যাট দুধ

ওজন কমাতে চাইলে ডায়েটে লো ফ্যাট দুধ রাখতে পারেন।

Image credits: Getty
Bangla

ডিমের কুসুম-

মুরগির ডিমের কুসুম বা সাদা অংশ দুই প্রোটিন রয়েছে যা ওজন কমাতে ব্রেকফাস্টে রাখেন অনেকেই।

Image credits: Getty

দ্রুত ছড়াচ্ছে কনজাংটিভাইটিস! এই জয় বাংলা প্রতিরোধের কিছু উপায়

মাসের এই দিনগুলিতে উদ্দাম সেক্স, তবেই আসবে প্রেগনেন্সি

ভিটামিন ডি থ্রি এর সেরা উৎস এই খাবারগুলি, পূরণ করবে দৈনিক চাহিদা

ওজন কমানোর জন্য ভালো ঘুম খুবই গুরুত্বপূর্ণ, জানুন কেন