Health

চিকেনর খেলে কি কোলেস্টেরল বাড়ে, জেনে নিন মিথ না সত্যি

Image credits: Getty

শরীরে প্রোটিনের চাহিদা

চিকেন খেলে শরীরের প্রোটিনের চাহিদা যে পূরণ হয়। কিন্তু অতিরিক্ত কিছু খাওয়া ক্ষতিকর বলে প্রমাণিত হতে পারে।

Image credits: Getty

চিকেন উপকারী না ক্ষতিকর

চিকেন খাওয়া উপকারী না ক্ষতিকর এটা নির্ভর করবে আপনি কীভাবে রান্না করেছেন তার ওপর।

Image credits: Getty

স্বাস্থ্যকর খাবার

চিকেনকে আমিষ জাতীয় খাবারের চেয়ে সবচেয়ে বেশি স্বাস্থ্যকর বলে মনে করা হয়, কারণ এতে প্রচুর পরিমানে প্রোটিন পাওয়া যায়।

Image credits: Getty

স্যাচুরেটেড ফ্যাট

চিকেন তৈরিতে আপনি যদি বেশি মাখন, তেল বা অন্য কোনও স্যাচুরেটেড ফ্যাট ব্যবহার করেন, তাহলে অবশ্যই কোলেস্টেরল বাড়বে।

Image credits: Getty

চিকেনের পদ

বাটার চিকেন, চিকেন চাংজি, কড়াই চিকেন ও আফগানি চিকেন এই ধরণের চিকেনের পদ যেখানে তেল মশলা বেশি ব্যবহার করা হচ্ছে এগুলিতে মেদ বাড়াবে।

Image credits: Getty

কোলেস্টেরল

কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে এই চিকেনর রেসিপিগুলোতে, যেমন- চিকেন কাবাব।

Image credits: Getty

চিকেন রেসিপি

চিকেন কাবাব বা স্টু তৈরিতে একদম সামান্য পরিমানে তেল বা বাটার ব্যবহার করা হয়। তাই এই জাতীয় পদ স্যাচুরেটেড ফ্যাট কম থাকে।

Image credits: Getty

ক্ষতি করে না কখন

চিকেনের যে পদ তৈরিতে রান্নার তেল ও মাখনের ব্যবহার কম সেই পদগুলো খেলে স্বাস্থ্যের তেমন ক্ষতি করে না।

Image credits: Getty