অনেকেই গ্যাস ও অ্যাসিড রিফ্লাক্সের সমস্যায় ভোগেন। সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে গ্যাসের ওষুধ খান। কিন্তু লবঙ্গ চা পান করা শুরু করলে গ্যাসের ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না।
Health Oct 19 2023
Author: Parna Sengupta Image Credits:Our own
Bangla
মেটাবলিজম বাড়ায়
মেটাবলিজম সঠিকভাবে কাজ না করলে ডায়াবেটিস, রক্তচাপের মতো রোগ হতে পারে। লবঙ্গ চা মেটাবলিজমের হার বাড়িয়ে এই সমস্যা প্রতিরোধ করতে পারে। এই চা এমনকি ওজন বৃদ্ধি রোধ করবে।
Image credits: Our own
Bangla
দাঁতের ব্যথা কমায়
আপনার কি দাঁতের ব্যথা আছে? দাঁতের ব্যথা সহ্য করা কঠিন। লবঙ্গ চা তৈরি করে সেবন করলে দারুণ উপকার পাবেন।
Image credits: Our own
Bangla
মুখের দুর্গন্ধ কমায়
লবঙ্গ মুখের ব্যাকটেরিয়া দূর করে এবং মুখের দুর্গন্ধ কমায়। লবঙ্গ চা বানিয়ে খেয়ে নিন। মুখের দুর্গন্ধ দূর হবে।
Image credits: Our own
Bangla
প্রদাহজনিত সমস্যা দূর করে
লবঙ্গে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা প্রদাহজনিত সমস্যা দূর করতে সাহায্য করে।
Image credits: Our own
Bangla
জীবাণুর আক্রমণ থেকে রক্ষা
আমাদের চারপাশে বিভিন্ন জীবাণু রয়েছে। লবঙ্গ চা খেলে এর থেকে নিজেকে বাঁচাতে পারেন। জ্বর থাকলেও এই চা খুবই উপকারী। তাই প্রতিদিন এই চা পান করার চেষ্টা করুন।
Image credits: Our own
Bangla
ক্যান্সারের ঝুঁকি কমায়
লবঙ্গ চা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। লবঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-ক্যান্সার উপাদান। যা প্রতিটি কোষে ক্যান্সার পৌঁছানোর ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়।