Bangla

প্রতিদিন পালং শাক খেলে কি স্বাস্থ্যের ক্ষতি হয়?

প্রতিদিন পালং শাক খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানুন।
Bangla

পাচনতন্ত্রের সমস্যা

পালং শাক স্বাস্থ্যের জন্য ভালো হলেও প্রতিদিন খেলে পাচনতন্ত্রের সমস্যা দেখা দিতে পারে।

Image credits: Getty
Bangla

কিডনিতে পাথর

প্রতিদিন পালং শাক খেলে কিডনিতে পাথর হওয়ার সমস্যা দেখা দিতে পারে।

Image credits: Getty
Bangla

থাইরয়েডের সমস্যা

প্রতিদিন পালং শাক খেলে থাইরয়েডের সমস্যা, এতে থাকা গয়ট্রোজেন উপাদান সমস্যা বাড়ায়।

Image credits: Getty
Bangla

রক্ত পাতলা হওয়া

আপনি যদি প্রতিদিন পালং শাক খান তাহলে এতে থাকা ভিটামিন কে আপনার রক্ত পাতলা করবে।

Image credits: pixabay
Bangla

অ্যালার্জির সমস্যা বাড়ায়

পালং শাক অ্যালার্জি সৃষ্টি করতে পারে। যাদের অ্যালার্জি আছে, তারা প্রতিদিন পালং শাক খেলে অ্যালার্জির সমস্যা আরও বাড়বে।

Image credits: social media
Bangla

ক্যালসিয়াম শোষণ কমে যায়

প্রতিদিন পালং শাক খেলে ক্যালসিয়াম শোষণে সমস্যা দেখা দিতে পারে।

Image credits: our own

ভিজিয়ে রাখা বাদাম খেলে মিলবে একাধিক উপকার, জেনে নিন কী কী

পেটের সমস্যা দূর করার জন্য ফল

ভিজিয়ে রাখা এলাচের এত গুণ? অনেকেই জানেন না

ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ করে কোন খাবারগুলি?