Bangla

দিন শুরু করুন নীল চা দিয়ে

লাল চা, সবুজ চা-তে আমরা সকলেই অভ্যস্ত। কিন্তু, এবার আলিপুরদুয়ারের মাঝে  ডাবরি চা বাগানে উৎপন্ন হল নীল চা। ব্লু পি গ্রিন টি নামে খ্যাত এই চা

Bangla

দিন শুরু করুন নীল চা দিয়ে

অপরাজিতা ফুলের পাপড়ি দিয়ে তৈরি করা হয় এই নীল চা। সে কারণে এর রঙ এমন নীল দেখায়। অপরাজিতা ফুলের কুড়ি সারা বছর পাওয়া যায় না। ফলে, এই চা উৎপন্ন হয় কম মাত্রায়

Image credits: Getty
Bangla

দিন শুরু করুন নীল চা দিয়ে

এই চায়ের দাম অন্যান্য চায়ের থেকে বেশি। প্রতি কিলোগ্রাম পিছপ এই নীল চায়ের বাজার মূল্য ৬৫০০ টাকা। বাজার আসার অল্প দিনের মধ্যেই চা প্রেমীদের মনে স্থান পেয়েছে এই চা

Image credits: Getty
Bangla

দিন শুরু করুন নীল চা দিয়ে

এই নীল চা অ্যান্টি অক্সিডেন্টে পূর্ণ। যা শরীরের টক্সিন দূর করে। রোজ সকালে খেতে পারেন নীল চা। এটি শরীরের সকল বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করবে। এতে শরীর থাকবে সুস্থ।

Image credits: Getty
Bangla

দিন শুরু করুন নীল চা দিয়ে

ডায়াবেটিস রোগীদের জন্য ভালো নীল চা। এই চা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখে। গবেষণায় দেখা গিয়েছে যারা নিয়মিত নীল চা বা ব্লু টি খান তাদের রক্তে গ্লুকোজের মাত্রা থাকে নিয়ন্ত্রণে।

Image credits: Getty
Bangla

দিন শুরু করুন নীল চা দিয়ে

ওজন কমাতে খেতে পারেন নীল চা বা ব্লু টি। বাড়তি মেদ নিয়ে সকলেই থাকে চিন্তিত। অনেকে মেদ কমাতে ভরসা করেন গ্রিন টির ওপর। এবার থেকে খেতে পারেন নীল চা বা ব্লু টি।

Image credits: Getty
Bangla

দিন শুরু করুন নীল চা দিয়ে

এনার্জি বাড়াতে খেতে পারেন নীল চা বা ব্লু টি। দিনের শুরুতে নীল চা বা ব্লু টি খেলে সারাদিন এনার্জি বজায় থাকবে। দূর হবে ক্লান্তি ভাব।

Image credits: Getty
Bangla

দিন শুরু করুন নীল চা দিয়ে

ডিপ্রেসন থেকে মুক্তি দেয় নীল চা বা ব্লু টি। অফিস হোক কিংবা বাড়ির কাজ নিয়ে চলতে থাকে মানসিক চাপ। এই মানসিক চাপ থেকে মুক্তি দেবে নীল চা বা ব্লু টি।

Image credits: Getty
Bangla

দিন শুরু করুন নীল চা দিয়ে

স্মৃতিশক্তি উন্নত করে খেতে পারেন নীল চা বা ব্লু টি। নীল চা বা ব্লু টি-তে রয়েছে নানান উপকারী উপাদান। যা মস্তিষ্কের কোষকে সতেজ রাখে।

Image credits: Getty
Bangla

দিন শুরু করুন নীল চা দিয়ে

দৃষ্টি শক্তি উন্নত করতে খেতে পারেন নীল চা বা ব্লু টি। চোখের যাবতীয় সমস্যা দূর হবে নীল চা বা ব্লু টি খেলে। রোজ নিয়ম করে নীল চা বা ব্লু টি খান।

Image Credits: Getty