Bangla

কাটা ফল কি ফ্রিজে রাখলে স্বাস্থ্যকর থাকে? সংরক্ষণের সহজ পদ্ধতি দেখুন

কাটা ফল সংরক্ষণ
Bangla

পুষ্টিগুণ হ্রাস পায়

কাটা ফল ফ্রিজে রাখলে পুষ্টিগুণ ধীরে ধীরে কমে যায়।

Image credits: gemini
Bangla

স্বাদ পরিবর্তন

ফল কাটার পর বাতাসের সংস্পর্শে এসে জারিত হয়। ফলে এর রঙ এবং স্বাদ পরিবর্তিত হয়।

Image credits: Pinterest
Bangla

ব্যাকটেরিয়া বৃদ্ধি

কাটা ফল ঢেকে না রাখলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়। এটি খেলে পেটের সমস্যা হতে পারে।

Image credits: pinterest
Bangla

ফ্রিজে কাটা ফল সংরক্ষণ

কাটা ফল এয়ারটাইট পাত্রে রেখে ফ্রিজে রাখুন। লেবুর রস মাখালে জারণ প্রক্রিয়া ধীর হয়।

Image credits: Freepik
Bangla

এগুলো কাটলেই খান!

আপেল, পেয়ারা, কলা কাটার সঙ্গে সঙ্গে খান। নাহলে স্বাদ ও পুষ্টিগুণ কমে যাবে।

Image credits: Freepik
Bangla

কখন ফ্রিজে রাখবেন?

কাটা ফল দীর্ঘক্ষণ বাইরে রাখলে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে। তাই দীর্ঘক্ষণ না খেলে তবেই কাটার পর ফ্রিজে রাখুন।

Image credits: Freepik
Bangla

তাদের জন্য ঝুঁকিপূর্ণ!

দীর্ঘক্ষণ সংরক্ষিত কাটা ফল শিশু ও বয়স্কদের দেবেন না। এটি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে সংক্রমণ বাড়ায়।

Image credits: Freepik

দুধ পছন্দ নয়? শরীরে প্রয়োজনীয় ক্যালসিয়ামের জন্য এই খাবারগুলিই যথেষ্ট

পিঠের ব্যথা দূর হবে চোখের নিমেষে! সেরা ৫টি যোগাসন দেখে নিন

১ বাটি দই নিয়মিত খান, জানুন দই খাওয়ার উপকারিতাগুলি

ওজন কমাতে এই ৫টি দৈনন্দিন অভ্যাস রপ্তন করুন, জেনে নিন কী করবেন