Bangla

লিচু

গরমে লিচুর স্বাদ কার না পছন্দ। শরীরকে প্রচন্ডভাবে রিফ্রেস করে এবং এতে প্রচুর পরিমানে ভিটামিন সি রয়েছে।

Bangla

আঙ্গুর

আঙ্গুর গ্রীষ্মের সেরা ফলগুলির মধ্যে একটি। লিচুর মত এই ফলের রসও শরীরকে প্রচন্ডভাবে রিফ্রেস করে।

Image credits: Getty
Bangla

পেয়ারা

বাংলার সাধারন এই ফলে লেবু বা আপেলের থেকে বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ, সেই সঙ্গে ভিটামিন সি ও রয়েছে।

Image credits: Getty
Bangla

পাকা পেঁপে

পাকা পেঁপে খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং এটি প্রদাহরোধী গুণ থাকায় সপ্তাহে অন্তত ৩টি পাকা পেঁপে খাওয়া দরকার।

Image credits: Getty
Bangla

মাস্কমেলন

যে কোনও ঋতুতে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে মাস্কমেলনের জুড়ি মেলা ভার।

Image credits: Getty
Bangla

আনারস

আনারস ভিটামিন সি-তে পরিপূর্ণ, তাই গরমে একবার হলেও এই ফলটি খাবেন।

Image credits: Getty
Bangla

কমলা লেবু

কমলা লেবু শরীরে জলের অভাব মেটাতে সাহায্য করে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।

Image credits: Getty
Bangla

কিউই

কিউইতে উপস্থিত ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে

Image credits: Getty
Bangla

আম

আমে প্রচুর পরিমানে ভিটামিন সি পাওয়া যায় এবং এটি গরমে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।

Image credits: Getty

খৎনা প্রথার নামে এখনও মেয়েদের উপর চলে নির্মম অত্যচার

এই ১০ রোগে ঘি খাওয়ার উপকারিতা

রোজ কলা খেলে মিলবে এই ১০ উপকার, দেখে নিন এক ঝলকে

ওজন কমাতে ভরসা রাখুন সবজির ওপর, সঙ্গে মানুন কিছু টোটকা