রোগা হওয়ার জন্য প্রতিদিন পাতে রাখতে পারেন খাঁটি ঘি। এই টিপস কাজে কাজে লাগিয়েছেন বহু সেলিবেট্রিরা।
Health Jul 04 2023
Author: deblina dey Image Credits:Getty
Bangla
হজমের সমস্যায়
যদি হজমের সমস্যা থেকে মুক্তি পেতে চান তবে প্রতিদিনে পাতে রাখুন খাঁটি ঘি। ভেজাল ঘি হলে ফল উল্টোটাই হতে পারে।
Image credits: Getty
Bangla
প্রতিরোধ ক্ষমতা বাড়াতে
বর্ষাকাল মানেই নানান রোগে আক্রান্ত হওয়ার চিন্তা থাকে, এই সময় ইম্যুনিটি বাড়াতে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারেন ঘি খেয়েই।
Image credits: Getty
Bangla
জয়েন্টের ব্যাথা থেকে মুক্তি
জয়েন্ট পেইনের সাংঘাতিক ব্যাথা থেকে মুক্তি দেয় ঘি। দেশি ঘি যত পুরনো হবে এর ব্যাথানাশে তত গবেশি কার্যকর
Image credits: Getty
Bangla
অস্টিওপরোসিস নিরাময় করতে
শুধু জয়েন্ট পেইনের ব্যাথায় নয় অস্টিওপরোসিসের মতো ব্যথা রোধ করতেও কাজে লাগাতে পারেন দেশি ঘি এর টোটকা।
Image credits: Getty
Bangla
শারীরিক দুর্বলতা দূর করতে
শারীরিক দুর্বলতা দূর করতে প্রতিদিনের পাতে রাখুন দেশি টাটকা গাওয়া ঘি। এক মাসেই হাতে নাতে ফল পাবেন।
Image credits: Getty
Bangla
পিরিয়ডের সমস্যা
জানলে অবাক হবেন পিরিয়ডের সমস্যা দূর করতেও সিদ্ধহস্ত দেশি টাটকা গাওয়া ঘি। এর প্রতিদিনের ডায়েটে রাখলেই মিলবে ব্যথা থেকে মুক্তি।
Image credits: Getty
Bangla
মানসিক ক্লান্তি এড়াতে
বিশেষজ্ঞদের মতে শুধু শারীরিক সমস্যা নয় মানসিক সমস্যা এড়াতেও দুর্দান্ত কাজ করে ঘি। ভোজনরসিক যারা তাদের পাতে ঘি থাকলেই মনে প্রশান্তি আসে ফলে যত ট্রেস এক মুহূর্তে উধাও হয়ে যায়।
Image credits: Getty
Bangla
ক্ষুধা বাড়াতে
যাদের ক্ষুধা পায় না বা খাওয়ায় রুচি নেই এমন অবস্থায় প্রতিদিনের ডায়েটে অবশ্যই পাতে রাখুন ঘি।