রোগা হওয়ার জন্য প্রতিদিন পাতে রাখতে পারেন খাঁটি ঘি। এই টিপস কাজে কাজে লাগিয়েছেন বহু সেলিবেট্রিরা।
যদি হজমের সমস্যা থেকে মুক্তি পেতে চান তবে প্রতিদিনে পাতে রাখুন খাঁটি ঘি। ভেজাল ঘি হলে ফল উল্টোটাই হতে পারে।
বর্ষাকাল মানেই নানান রোগে আক্রান্ত হওয়ার চিন্তা থাকে, এই সময় ইম্যুনিটি বাড়াতে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারেন ঘি খেয়েই।
জয়েন্ট পেইনের সাংঘাতিক ব্যাথা থেকে মুক্তি দেয় ঘি। দেশি ঘি যত পুরনো হবে এর ব্যাথানাশে তত গবেশি কার্যকর
শুধু জয়েন্ট পেইনের ব্যাথায় নয় অস্টিওপরোসিসের মতো ব্যথা রোধ করতেও কাজে লাগাতে পারেন দেশি ঘি এর টোটকা।
শারীরিক দুর্বলতা দূর করতে প্রতিদিনের পাতে রাখুন দেশি টাটকা গাওয়া ঘি। এক মাসেই হাতে নাতে ফল পাবেন।
জানলে অবাক হবেন পিরিয়ডের সমস্যা দূর করতেও সিদ্ধহস্ত দেশি টাটকা গাওয়া ঘি। এর প্রতিদিনের ডায়েটে রাখলেই মিলবে ব্যথা থেকে মুক্তি।
বিশেষজ্ঞদের মতে শুধু শারীরিক সমস্যা নয় মানসিক সমস্যা এড়াতেও দুর্দান্ত কাজ করে ঘি। ভোজনরসিক যারা তাদের পাতে ঘি থাকলেই মনে প্রশান্তি আসে ফলে যত ট্রেস এক মুহূর্তে উধাও হয়ে যায়।
যাদের ক্ষুধা পায় না বা খাওয়ায় রুচি নেই এমন অবস্থায় প্রতিদিনের ডায়েটে অবশ্যই পাতে রাখুন ঘি।