পিঁপড়ার বাসা বাড়ি খুঁজে পাওয়া মুশকিল। সব জায়গায় পিঁপড়া দেখা যায়। পিঁপড়ার উপদ্রব বাড়লে সমস্যাও বাড়ে।
বর্ষাকালে পিঁপড়ার বাসা ভেঙে গেলে, শুকনো জায়গায় ঢুকে পড়ে।
পিঁপড়া আসা জায়গায় লেবুর রস অথবা খোসা রাখুন। লেবুর গন্ধে পিঁপড়া আসবে না।
ভিনেগার ও জলের মিশ্রণে সুগন্ধি তেল মেশান। এই গন্ধে পিঁপড়া আসবে না।
কমলালেবুর খোসা গরম জলে ভিজিয়ে পেস্ট করে পিঁপড়া আসা জায়গায় লাগান।
লবণ জলে ফুটিয়ে পিঁপড়া আসা জায়গায় ঢালুন। এতে পিঁপড়া আসা বন্ধ হবে।
পিঁপড়া ঝাল পছন্দ করে না। পিঁপড়া আসা জায়গায় গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিন।
চকে ক্যালসিয়াম কার্বনেট থাকে। পিঁপড়া আসা জায়গায় চকের গুঁড়ো ছড়িয়ে দিন অথবা দাগ কেটে দিন।
খবরদার! বাড়িতে দুটি ঝাড়ু কখনই একসঙ্গে রাখবেন না
বর্ষায় সবজি পরিষ্কার রাখার সহজ টিপস কী?
নকল পনির চিনবেন কীভাবে? রইল ৬ সহজ উপায়
মেধা বাড়িয়ে ব্যবসায় সাফল্য পেতে মানুন এই ৬ টিপস