Bangla

বাড়িতে ডিমের রোল বানানোর পদ্ধতি

সহজেই ডিমের রোল বানানোর পদ্ধতি
Bangla

উপকরণ

ডিম – ২টি, পেঁয়াজ – ১টি মাঝারি, টমেটো – ১টি, ধনেপাতা – সামান্য, কাঁচা মরিচ – ১টি, গোলমরিচ গুঁড়ো – ½ চা চামচ, নুন – স্বাদমতো, লেবুর রস – ½ চা চামচ, টমেটো সস / গ্রিন চাটনি – লাগবে

Image credits: Freepik
Bangla

রুটি তৈরি করুন

ময়দা মাখিয়ে রুটির মতো করে গোলা করে ১০ মিনিট ঢেকে রাখুন। ছোট ছোট গোলা করে রুটি বেলে দুই দিকে সামান্য তেলে ভেজে নিন

Image credits: Freepik
Bangla

পুর তৈরি করুন

একটি পাত্রে ডিম ফোটান, তাতে পেঁয়াজ, মরিচ, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটান।

Image credits: Freepik
Bangla

ডিমের রোল রান্না

তায়ায় সামান্য তেল দিন, তাতে একটি রুটি রাখুন। তার উপর ফেটানো ডিম ঢেলে চামচ দিয়ে ছড়িয়ে দিন। রুটি উল্টে দিয়ে অন্য দিকটা ভেজে নিন।

Image credits: Freepik
Bangla

পরিবেশন

তৈরি ডিমের রুটির উপর পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, চাটনি/সস লাগান। উপরে লেবুর রস ছিটিয়ে রোল করে গরম গরম পরিবেশন করুন।

Image credits: Freepik
Bangla

টিপস

ইচ্ছা করলে চিজ, মেয়ো বা পনিরও ভরতে পারেন। এই রেসিপি টিফিন বক্সের জন্যও দারুণ!

Image credits: Freepik

লেবু কি ব্রণের জন্য উপকারী?

রাত জাগার কুফল! শরীর ও মনে কী কী প্রভাব পড়ে?

অপমান করলে কী করবেন? চাণক্যের উপায় জেনে নিন

কোন ফল খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে?