Bangla

হ্যাপি ফাদারস ডে

আমাদের জীবন এবং পরিবারকে সুরক্ষিত করতে বাবারা প্রাণান্তকর পরিশ্রম করে যান, এইজন্য তাঁদের কত ধরনের সমস্যার সম্মুখিন হতে হয় তা জানলে কেউ আর বাবাদের উপরে রাগ করে থাকতে পারবে না

Bangla

মেষ রাশি

এই রাশির বাবারা খুবই ডায়নামিক এবং অকুতভয়ের হয়। আর এই রাশির বাবারা চেষ্টা করেন তাঁর সন্তানও যেন এমন চরিত্রের অধিকারী হয়

Image credits: Getty
Bangla

বৃষ রাশি

এই রাশির বাবারা অত্যন্ত ধৈর্যশীল এবং বিশ্বাসযোগ্য হয়। সন্তানের বেড়ে ওঠায় একটি সুস্থীর এবং নিরাদ পরিবেশ দেওয়ার জন্য সদা তৎপর থাকেন

Image credits: Getty
Bangla

মিথুন রাশি

মিথুন রাশি-র বাবারা সন্তানদের ক্ষেত্রে কৌতুহলী ও সুসম্পর্কের অধিকারী হন, এই রাশির বাবারা সন্তানদের সবসময়ে বুদ্ধিমত্তার বৃদ্ধির জন্য উদ্যোগী হন এবং কেয়ারিং ফাদার-এর তকমা নিয়ে চলেন।

Image credits: Getty
Bangla

কর্কট রাশি

এই রাশির বাবারা খুবই স্পর্শকাতর স্বভাব এবং কেয়ারিং হন। এরা সন্তানদের সঙ্গে একটা সুন্দর এবং ভালোবাসার সম্পর্কের পরিবেশ গড়ে তোলেন। নিঃশর্তে সন্তানকে সাহায্য করতে নিজেকে বিলিয়ে দেন

Image credits: Getty
Bangla

সিংহ রাশি

এই রাশির বাবারা খুবই আত্মবিশ্বাসী এবং ক্যারিশমাটিক মেজাজের হন। সন্তানদের সবসময়ে উৎসাহ দেন যাতে তারা তাদের স্বপ্ন পূরণের জন্য সচেষ্ট হয়

Image credits: Getty
Bangla

কন্যা রাশি

কন্যা রাশির বাবারা যথেষ্ট বাস্তববাদী এবং গোছানো হন। সন্তানদেরও সবসবময় কঠোর পরিশ্রমী, দায়িত্ববান এবং যে কোনও বিষয়ে ওয়াকিবহাল থাকার শিক্ষা দিয়ে থাকেন

Image credits: Getty
Bangla

তুলা রাশি

এই রাশির বাবারা খুবই কৌশলী হন এবং সবকিছুতে নিরপেক্ষ থাকার চেষ্টা করেন ও ভারসাম্য রাখার ব্যাপারে বিশ্বাসী। সুসম্পর্ক এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকে তার উপরে নজর দেন

Image credits: Getty
Bangla

বৃশ্চিক রাশি

এই রাশির বাবারা প্রচণ্ডরকমের আবেগপ্রবণ এবং গভীরমনের মানুষ হন। এরা চান সন্তান যাতে সৎ এবং অনুগত থাকে ও নজেদের ঝোঁক বা প্রবণতা অনুযায়ী ভবিষ্যত জীবনে এগিয়ে যেতে পারে

Image credits: Getty
Bangla

ধনু রাশি

ধনু রাশির বাবারা খুবই অ্যাডভেঞ্চায় প্রিয় হন এবং সবসময়ে প্রবল আশাবাদী। এরাও সন্তানদের বলে থাকেন যাতে তারা তাদের স্বপ্নকে অনুসরণ করে এবং জীবন থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলে

Image credits: Getty
Bangla

কুম্ভ রাশি

এই রাশির বাবারা স্বনির্ভর এবং দূরদৃষ্টিসম্পন্ন হন। এরা সন্তানদের সবসময়ে গতানুগতিকতার বাইরে বেরিয়ে জীবনকে ভাবার এবং বিশ্বের বুকে একটা সদর্থক ছাপ রাখার শিক্ষা দেন সন্তানদের

Image credits: Getty
Bangla

মকর রাশি

এই রাশির বাবারা খুবই শৃঙ্খলাপরায়ণ এবং দায়িত্ববান হন। এরা সন্তানদের কর্মজীবনের মূল্য নিয়ে যেমন জ্ঞান দেন, তেমনি কোনও কিছুর পিছনে লেগে থাকলে কী হতে পারে- সে শিক্ষাও দেন

Image credits: Getty

জুন মাসের তৃতীয় রবিবার মানে ফাদার্স ডে, জানুন দিনটির ইতিহাস

Bad Luck Plant: ৭ গাছ যা সংসারে বয়ে আনতে পারে অশুভ বার্তা, সাবধান!

পরিবেশকে বাঁচানোর চেষ্টায় প্রতি বছর ৫ জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস

গ্রীষ্মে বাড়ির বাইরে বেরোনোর আগে মহিলাদের ব্যাগে আবশ্যিক ৫ জিনিস