Bangla

বর্ষাকালে এড়িয়ে চলুন এই ফলগুলি

বর্ষাকালে একদম খাবেন না এই ফল!

Bangla

বেরি

বর্ষাকালে স্ট্রবেরি, ব্লুবেরি জাতীয় ফল খেলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে।

Image credits: our own
Bangla

আম

বর্ষাকালে আমে আর্দ্রতা বেশি থাকায় ব্যাকটেরিয়া এবং ছত্রাক জন্মায়। তাই বর্ষাকালে আম খাওয়া উচিত নয়।

Image credits: Getty
Bangla

লিচু

লিচু শরীরের জন্য উপকারী হলেও বর্ষাকালে এটি খেলে সংক্রমণ হতে পারে।

Image credits: Freepik
Bangla

আঙ্গুর

আঙ্গুরের খোসা পাতলা হওয়ায় আর্দ্রতা ভেতরে ঢুকে ছত্রাক জন্মায়। তাই বর্ষাকালে আঙ্গুর খাওয়া ভালো নয়।

Image credits: Getty
Bangla

তরমুজ এবং kharbuja

বর্ষাকালে তরমুজ এবং kharbuja খেলে হজমের সমস্যা হতে পারে।

Image credits: Getty
Bangla

বর্ষাকালে কোন ফল খাওয়া যাবে?

বর্ষাকালে আপেল খাওয়া ভালো। এতে থাকা আঁশ এবং ভিটামিন হজমশক্তি বাড়ায় এবং হৃদপিণ্ড সুস্থ রাখে।

Image credits: instagram

স্নানের পরে ঘাম হওয়ার কারণ কী?

কোন ফল আর সবজি কীভাবে রাখলে অনেকদিন ঠিক থাকে? জানুন

বিটের ৫ সুস্বাদু রেসিপি জেনে নিন! বাচ্চারাও খুশি মনে খাবে

সারমেয়রা জাম খেলে কী হয়?