Bangla

ফুলের চারা বা গাছে লুকিয়ে বাড়ি সৌন্দর্য্য

ফুলের গাছ বাড়িতে লাগালে এমনিতেই সুন্দর লাগে। সুগন্ধে ভরে ওঠে। যা মন আরও ভাল করে দেয়। রলই তেমন ৮টি গাছ

Bangla

শিউলি

বাড়িতে শিউলি গাছ লাগান খুব ভাল। শারীরিক ও মানসিক চাপ কাটায়। যে বাড়িতে শিউলি গাছ থাকে সেখানে শান্তি থাকে।

Image credits: Our own
Bangla

জবা

যেকোনও জায়গায় সহজে বেড়ে যায়। ফুলগুলি দেখতে সুন্দর লাগে। জবা ফুল পুজোর কাজে ব্যবহার করা হয়।

Image credits: Our own
Bangla

গোলাপ

ভালবাসার চিহ্ন হল গোলাপ। বা়ড়িতে রাখলে দেখতে যেমন সুন্দর লাগে তেমনই গন্ধে মন ভাল হয়ে যায়।

Image credits: Our own
Bangla

গাঁদা

গাঁদা ফুলও বাড়িতে সহজে ফোটান যায়। এটি শুধুমাত্র শীতকালেই ফোটে। তবে বাড়ির বাগানে রাখলে দেখতে খুব সুন্দর লাগে।

Image credits: Our own
Bangla

জুঁই

এটি বাড়িতে রাখলে নেগেটিভ এনার্জি ঢুকতে পারে না। ঘরে বাইরে যেকোনও জায়গায় রাখতে পারেন।

Image credits: Our own
Bangla

অ্যাডেনিয়াম

মরুভূমির গোলাপ। বাড়িতে রাখলে দেখতে সুন্দর লাগে। একটি টবে করে যে কোনও জায়গায় রাখা যায়। এটি খুব পরিচর্যার প্রয়োজন হয় না।

Image credits: Our own
Bangla

জিনিয়া

এটি সূর্যের আলোতে মাত্র ৬-৮ ঘণ্টা ফুটো। এই ফুল গাছের জন্য খুব পরিচর্যার প্রয়োজন হয় না। এটি খুব সহজে ফোটে।

Image credits: Our own
Bangla

জুঁই

সুগন্ধে ভরপুর। এটি দ্রুত বাড়ে। একটি জুঁই ফুলের গাছে বাড়িতে লাগালে গোটা বাড়ি গন্ধে ভরে যায়।

Image credits: Our own

স্বাধীনতা দিবসের ৮ বিখ্যাত স্লোগান যা শিরায় শিরায় দেশপ্রেম জাগিয়ে তোলে

নিজের ছোট্ট পরিসরের চার দেওয়ালের মধ্যে আনুন সবুজের ছোঁওয়া

জনসচেতনতা বাড়াতে ২৯ জুলাই পালিত হয় বিশ্ব ব্যাঘ্র দিবস

হোয়াটসঅ্য়াপ-ফেসসবুকে রোজ ইমোজি ব্য়বহার করি, ইমোজির সঠিক অর্থ জানেন তো?