Bangla

অদিতি

অদিতি নামের অর্থ হল অসীম বা সীমাহীন।

Bangla

ভবানী

ভবানী নামের অর্থ হল জীবনদাতা। এই শব্দের আরও দুই অর্থ হল প্রাকৃতিক শক্তি বা সৃজনশীল শক্তি।

Image credits: Getty
Bangla

জয়া

জয়া নামের অর্থ পার্বতী। এটি দেবী দূর্গার আরও একটি নাম।

Image credits: Getty
Bangla

কালী

মা কালীর নাম অনুসারে অনেকে কন্যা সন্তানের নাম রাখেন কালী। কালী শব্দটি শক্তি, নিরাপত্তাকেও বোঝানো হয়ে থাকে।

Image credits: Getty
Bangla

মীনাক্ষী

মীনাক্ষী শব্দের অর্থ হল মাছের মতো সুন্দর সুন্দর যার চোখ।

Image credits: Getty
Bangla

পার্বতী

দেবীর দূর্গার অপর নাম পার্বতী। পর্বতের রাজা হিমালয়ের কন্যাকে পার্বতী বলা হয়।

Image credits: Getty
Bangla

শক্তি

শক্তি শব্দের এনার্জি বা ক্ষমতা। দেবী দূর্গার আরও এক নাম শক্তি। এই অনুসারে অনেকে মেয়ের নাম রেখে থাকেন।

Image credits: Getty
Bangla

উমা

মা দূর্গার অপর নাম উমা। এর অর্থ আলো। এই অনুসারে অনেকে মেয়ের নাম রেখে থাকেন উমা।

Image credits: Getty
Bangla

বৈষ্ণবী

বৈষ্ণবী হলেন হিন্দু দেবী। তিনি পার্বতী, লক্ষ্মী ও সরস্বতীর মিলিত রূপ। দেবীর নাম অনুসারে অনেকে মেয়ের নাম রেখে থাকেন।

Image credits: Getty
Bangla

বৃন্দা

বৃন্দা শব্দের অর্থ তুলসী কিংবা শ্রীরাধিকার দূতী। এই নামের সঙ্গে রয়েছে দেবী দূর্গার যোগ।

Image Credits: Getty