Bangla

ক্ষয়ে যাওয়া সাবানের টুকরোগুলি ফেলে দেবেন না, এই কাজগুলি করতেই পারেন

বাকি সাবানের টুকরো বিভিন্ন কাজে ব্যবহার করা যায়।
Bangla

আলমারি

বাকি সাবানের টুকরো কাপড়ে বেঁধে আলমারি বা তাকে রাখলে সুঘ্রাণ ছড়াবে।

Image credits: social media
Bangla

কাপড়

আর্দ্রতা, তীব্র রোদ এবং আলমারিতে রাখা কাপড়ের একধরণের গন্ধ দূর করতে বাকি সাবানের টুকরো কাজে লাগবে।

Image credits: social media
Bangla

জুতা

জুতার দুর্গন্ধ দূর করতে রাতে বাকি সাবানের টুকরো জুতার ভিতরে রেখে দিন।

Image credits: social media
Bangla

বাথরুম

বাথরুমে বাকি সাবানের টুকরো একটি প্লাস্টিকের পাত্রে রাখলে সুঘ্রাণ ছড়াবে।

Image credits: Social media
Bangla

শেভিং ক্রিম

বাকি সাবানের টুকরোগুলো ফুটন্ত পানিতে গলিয়ে শেভিং ক্রিমের মতো ব্যবহার করতে পারেন।

Image credits: social media
Bangla

সেলাই

কাপড় সেলাই করার সময় কাপড়ে দাগ কাটতে বাকি সাবানের টুকরো ব্যবহার করতে পারেন।

Image credits: Freepik

মানি প্ল্যান্ট রাখলে কী করবেন না, জেনে নিন

বর্ষাকালে বাড়ি থেকে পিঁপড়ে দূর করার সহজ উপায়গুলি দেখুন

প্রাকৃতিকভাবে টিকটিকি তাড়ানোর ৭টি উপায়

বর্ষাকালে আপনার পোষা কুকুরের যত্ন নেবেন কীভাবে, রইল খুব জরুরি টিপস