Bangla

চুলে হাত দেওয়ার সিন্ড্রোম

বারবার নিজের চুলে হাত দেওয়া এক ধরনের সিন্ড্রোম। যদি কোনও মানুষ অভ্যাসবশত অত্যন্ত বেশি বার চুল ঠিক করতেই থাকেন, তাহলে বুঝতে হবে, তিনি এই রোগে আক্রান্ত।

Bangla

কারণ কী?

দেখা গেছে, যেসব মানুষ বারবার হাত দিয়ে নিজের চুলে হাত দিয়ে থাকেন, তাঁদের মধ্যে অনেকেই একঘেয়েমিতে ভোগেন।

Image credits: Our own
Bangla

হাতের ব্যস্ততা

নিজের হাত নিয়ে কী করবেন, অনেক সময় ভেবে পান না। তাই বারবার চুল ঠিক করতে থাকেন।

Image credits: Our own
Bangla

কাজে মনোনিবেশ

কোনও কোনও মানুষের কোনও কাজে মনোনিবেশ করার জন্য হাতকে ব্যস্ত রাখা দরকার হয়ে পড়ে, তাঁরা অনেকেই নিজের চুলে বিলি কাটতে থাকেন।

Image credits: Our own
Bangla

সাজগোজ

কোনও কোনও মানুষ নিজের সাজগোজ সম্পর্কে সন্দিহান থাকেন, তাঁরা নিজেকে সুন্দর দেখানোর জন্য বারংবার চুল ঠিক করেন।

Image credits: Our own
Bangla

মানসিক চাপ

কেউ কেউ প্রবল মানসিক চাপে ভুগলে বারবার চুলে হাত দেন, অথবা চুল ধরে টানতে থাকেন।

Image credits: Our own
Bangla

চুল নিয়ে অস্বস্তি

কোনও কোনও মানুষ নিজের চুল নিয়ে প্রবল অস্বস্তিতে থাকেন, সেজন্যেও অনেকে বারবার চুল ঠিক করতে থাকেন।

Image credits: Our own
Bangla

হাতে লোশন

চুলে হাত দেওয়া সিন্ড্রোম থেকে মুক্তি চাইলে নিজের হাতে ভালো করে লোশন ব্যবহার করতে পারেন, ওই লোশনমাখা হাত দিয়ে অন্য কোনওকিছু স্পর্শ করা থেকে বিরত থাকুন।

Image credits: Our own
Bangla

হেয়ারব্যান্ড

কোনও ব্যান্ড দিয়ে চুল ভালো করে বেঁধে রাখুন। ছোট চুল হলে হেয়ারব্যান্ড-ও ব্যবহার করতে পারেন।

Image credits: Our own
Bangla

পরিস্থিতি সম্পর্কে সতর্ক

যে পরিস্থিতিতে বারবার আপনার হাত চুলে চলে যাচ্ছে, সেই পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকুন। প্রয়োজন হলে মনোনিবেশ করার জন্য বারবার জল খেতে পারেন, বা হাতে পেন রাখতে পারেন।

Image Credits: Our own