বর্ষাকালে শিশুরা প্রায়ই জর-সর্দি বা পেটখারাপের মত সমস্যায় ভোগে। এটি রুখতে প্রয়োজন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো।
Image credits: Getty
Bangla
নিয়মিত লেবু
বর্ষাকালে আপনার শিশুর পাতে নিয়মিত পাতিলেবু রাখুন। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে
Image credits: Getty
Bangla
মরশুমি ফল
বর্ষাকালে শিশুকে সুস্থ রাখবে নিয়মিত মরশুমে ফল দিন। কলা, শসা, মৌসম্বি, পেয়ারা - যে কোনও দুটি ফল নিয়মিত খাওয়ান।
Image credits: Getty
Bangla
বাইরের খাবারে না
বর্ষাকালে বাইরের বা খোলা রাস্তার খাবার শিশুকে কখনই দেবেন না। তাতে পেটের সমস্যা লেগেই থাকে। বর্ষাকালে যেকোনও জিনিসই দ্রুত সংক্রমিত হয়।
Image credits: Getty
Bangla
টাটকা খাবার দিন
বর্ষাকালে শিশুকে বাসি বা ফ্রিজে রাখার খাবার কম দিন। তাতে পেটের সমস্যা হতে পারে। তাই গরম আর টাটকা খাবার দেওয়াই শ্রেয়। বাড়িতেই তৈরি করুন ভাজাভুজি।
Image credits: Getty
Bangla
ত্বকের যত্ন
বর্ষাকালে ছত্রাক সংক্রমণ হয়ে থাকে। তার জন্য শিশুর ত্বক আর চুল নিয়মিত পরিষ্কার করা জরুরি। শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত স্নান করা জরুরি।
Image credits: Getty
Bangla
বর্ষাকালে স্নান
বর্ষাকালে নিয়মিত স্নান করা খুবই জরুরি। প্রয়োজনে নিমপাতা জলে ভিজিয়ে স্নান করা শ্রেয়। উষ্ণ গরম গরম জলে শিশুকে স্নান করানো শ্রেয়।
Image credits: Getty
Bangla
শিশুর জন্য ফাইবার জাতীয় খাবার
বর্ষাকালে শিশুর জন্য ফাইবার জাতীয় খাবার জরুরি। এটে পেটের সমস্যা অনেকটাই কেটে যায়।
Image credits: Getty
Bangla
পানীয় জল
বর্ষাকালে শিশুর পাণীয় জলের দিকে বিশেষ গুরুত্ব দিন। কারণ পানীয় জলের সমস্যার জন্য পেটের সমস্যা হয়। ফোটানো জল খাওয়াতেই পারেন। বাইরের জল না খাওয়ানেই শ্রেয়।