সন্তান আপনাকে ভয় পেলেই ক্ষতি, ৪টি কাজ থেকে বুঝতে পারেন সে ভীত কিনা
সন্তানকে তাই চাইল্ড ট্রামা দূরে রাখার প্রত্যেক বাবা মায়ের কর্তব্য। তাদের জন্য সুস্থ পরিবেশ দরকার
সন্তান যাতে স্বাচ্ছন্দ্যে বড় হতে পারে তার পরিবেশ তৈরি করা বাবা ও মায়ের উচিৎ।
সন্তানের সঙ্গে সর্বদা গল্প করুন। তার মনের ভয় দূর করুন। আপনি বন্ধুর মত হয়ে যান।
আপনার সন্তান কি আপনাকে ভয় পায় তা জানার জন্য রইল ৪টি উপায়
সন্তানের মেজাজ দেখেই বুঝতে পারবেন তারা আপনাকে ভয় পায় কিনা। যদি দূরে থাকে তাহলে সে আপনাকে ভয় পেয়ে এড়িয়ে চলে।
সন্তান যদি বাবা ও মাকে ভয় পায় তাহলে অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে সে বারবার মিথ্যকথা বলবে। এতে তারই ক্ষতি হবে।
সন্তান যদি আপনাকে ভয় পায় তাহলে সে কখনই আপনার কাছে মনের কথা খুলে বলবে না। এতে কিন্তু দূরত্ব বাড়বে।
সন্তানকে কথায় কথায় বকলে বা মারলে সে দূরে সরে যাবেন। আপনাকে তার সমস্যার কথা জানাতেও ভয় পাবে।
সন্তানের উচিৎ বাবা ও মাকে ভয় পাওয়া নয়, তাদের শ্রদ্ধা করা। সম্মান জানান। তবে সেই পরিবেশ বাবা-মাকেই তৈরি করতে হবে।