Bangla

সন্তানের ভয়

সন্তান আপনাকে ভয় পেলেই ক্ষতি, ৪টি কাজ থেকে বুঝতে পারেন সে ভীত কিনা

Bangla

বাবা মায়ের কর্তব্য

সন্তানকে তাই চাইল্ড ট্রামা দূরে রাখার প্রত্যেক বাবা মায়ের কর্তব্য। তাদের জন্য সুস্থ পরিবেশ দরকার

Image credits: Our own
Bangla

বাবা মায়ের উচিৎ

সন্তান যাতে স্বাচ্ছন্দ্যে বড় হতে পারে তার পরিবেশ তৈরি করা বাবা ও মায়ের উচিৎ।

Image credits: Our own
Bangla

মুক্ত পরিবেশ

সন্তানের সঙ্গে সর্বদা গল্প করুন। তার মনের ভয় দূর করুন। আপনি বন্ধুর মত হয়ে যান।

Image credits: Our own
Bangla

আপনার সন্তান ভয় পায়

আপনার সন্তান কি আপনাকে ভয় পায় তা জানার জন্য রইল ৪টি উপায়

Image credits: Our own
Bangla

মেজাজ

সন্তানের মেজাজ দেখেই বুঝতে পারবেন তারা আপনাকে ভয় পায় কিনা। যদি দূরে থাকে তাহলে সে আপনাকে ভয় পেয়ে এড়িয়ে চলে।

Image credits: Our own
Bangla

মিথ্যা বলে

সন্তান যদি বাবা ও মাকে ভয় পায় তাহলে অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে সে বারবার মিথ্যকথা বলবে। এতে তারই ক্ষতি হবে।

Image credits: Our own
Bangla

মত প্রকাশে অস্বস্তি

সন্তান যদি আপনাকে ভয় পায় তাহলে সে কখনই আপনার কাছে মনের কথা খুলে বলবে না। এতে কিন্তু দূরত্ব বাড়বে।

Image credits: Our own
Bangla

তিরস্কারের ভয়

সন্তানকে কথায় কথায় বকলে বা মারলে সে দূরে সরে যাবেন। আপনাকে তার সমস্যার কথা জানাতেও ভয় পাবে।

Image credits: Our own
Bangla

ভয় নয় শ্রদ্ধা

সন্তানের উচিৎ বাবা ও মাকে ভয় পাওয়া নয়, তাদের শ্রদ্ধা করা। সম্মান জানান। তবে সেই পরিবেশ বাবা-মাকেই তৈরি করতে হবে।

Image credits: Our own

কন্যা সন্তান বড় করায় বাবার গুরুত্ব অপরিসীম, খেয়াল রাখুন কিছু বিষয়

Parenting Tips: সন্তানের সঙ্গে সম্পর্ক ভাল করার সহজ ১০টি উপায়

সন্তানকে আত্মবিশ্বাসী করে তোলার ৬টি মূল্যবান উপায়

সন্তানকে সঠিকভাবে বড় করতে আনুন অভিভাবকদের ১০ অভ্যাস পরিবর্তন