Bangla

পরিস্থিতির চাপে হোক, অথবা, নিজের ভুলে

কখনও কখনও খুব ভালো সম্পর্ক গিয়ে পৌঁছয় চরম তিক্ততায়। তখন সেই সম্পর্কে জড়িয়ে থেকে আর কোনও লাভ থাকে না।

Bangla

দুটি মানুষ নিজেদের মধ্যে দূরত্ব বাড়িয়ে নিলেও

সম্পর্ক যদি ঝগড়া অশান্তি নিয়ে শেষ হয়, তাহলে তার পরিণাম কখনওই ভালো হয় না। সারাজীবনের ক্ষত হয়ে থেকে যেতে পারে।

Image credits: Our own
Bangla

তাই, সঙ্গীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক শেষ হলে

তাঁর প্রতি কোনও বিদ্বেষ রাখবেন না। কান্নাকাটি করে নিজেকেও মারাত্মক অসুস্থ করে তোলা থেকে বিরত থাকুন। সম্পর্ক থেকে বেরিয়ে আসুন কয়েকটা বিশেষ পথ মেনে।

Image credits: Our own
Bangla

প্রথমেই নিজের পছন্দের কাজ করা শুরু করুন

আপনি যদি ছবি আঁকতে ভালোবাসেন, বা বই পড়তে… যে ইতিবাচক কাজ করলে মন ভালো থাকে এবং কারুর কোনও ক্ষতি হয় না, সেই কাজের মধ্যে ডুবে যান।

Image credits: Our own
Bangla

অন্য মানুষের সঙ্গে কথা বলুন

সমস্ত নেতিবাচকতা থেকে দূরে থাকুন। খুব কাছের কোনও মানুষকে মনের দুঃখ বুঝিয়ে বলুন। পরিবারের মানুষদের সঙ্গে সময় কাটানোর এটা খুব ভালো সময়।

Image credits: Our own
Bangla

কেরিয়ারের দিকে মন দিন

অযথা দুঃখ করে নিজের বহু বছরের তৈরি করা কেরিয়ারের দফারফা করবেন না। রোজগারের দিকে মনে দিন। সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সংকল্প রাখুন।

Image credits: Our own
Bangla

ড্রাঙ্ক কল

ব্রেক আপের পর অবশ্যই মদ্যপান, ধূমপান বা যেকোনও ক্ষতিকারক নেশাদ্রব্য থেকে দূরত্ব বজায় রাখুন। নেশা করে ভুলেও প্রাক্তনকে কল করে ফেলবেন না। আইনি জটিলতাতেও ফেঁসে যেতে পারেন।

Image credits: Our own
Bangla

নিজের যত্ন নিন

সাজগোজ হোক, অথবা শরীরচর্চা, ব্রেক আপের পর সম্পূর্ণ সময়টা নিজের যত্ন নেওয়ার কাজে লাগিয়ে দিন। যথেষ্ট সময় ঘুমোন, সাজগোজ করুন, খাবার খান, ঘুরতে যান, বা যেকোনওভাবে নিজের যত্ন নিন।

Image credits: Our own
Bangla

ব্রেক আপের পর সমস্ত ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় খুলে বলার দরকার নেই

সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনের প্রোফাইল বারবার ঘেঁটে দেখা বন্ধ করুন। নিজের ব্রেক আপকে মেনে নিন এবং সামনের দিকে এগিয়ে যান।

Image credits: Our own

কোন পেশায় নিযুক্ত থাকলে সবচেয়ে বেশি হাতছানি দেয় পরকীয়ার লোভ?

যৌনজীবন উত্তেজিত করতে দরকার হচ্ছে পর্ন ছবি? সাবধান! সম্পর্ক ভাঙনের পথে

শরীরের এই অংশে পারফিউম দিলে এক ডাকে কাছে আসবে সঙ্গী-রইল টিপস

Gay Couple:সুপ্রিম কোর্টের রায়ে কোনপথে আমিত-আদিত্যর ভবিষ্য়ৎ