পৃথিবীতে কোন কোন পেশার মানুষরা সবচেয়ে বেশি পরকীয়ায় জড়িয়ে পড়ছেন? এই বিষয়ে রয়েছে একটি সাম্প্রতিক সমীক্ষা।
এক সম্পর্কে থেকে অন্য আরেক সম্পর্কে ঢুকে পড়ে গোলকধাঁধায় জড়িয়ে পড়েন অনেকেই। আর, এই জড়িয়ে পড়ার নেপথ্যে মানুষের জীবিকারও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
যা বিবাহিতদের জন্য সঙ্গী খুঁজে বের করে, তার সমীক্ষায় দেখা গেছে যে, যারা শিল্প বা সাংস্কৃতিক কাজে জড়িত, তারা সম্পর্কের ক্ষেত্রে নমনীয়, অর্থাৎ, পরকীয়া থেকে তাঁরা একটু দূরেই থাকেন।
কথাবার্তায় বেশ দক্ষ হওয়ার দরুন তাঁরা মানুষকে দারুণভাবে আকর্ষণ করতে পারেন।
নতুন নতুন মানুষের সঙ্গে মেশা, বন্ধুত্ব করা বা ঘনিষ্ঠতা বাড়ানো ব্যবসার সঙ্গে যুক্ত থাকা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য । ফলে, এঁরাও পরকীয়ার ক্ষেত্রে বেশ পারদর্শী হন।
দক্ষ রাজনীতিবিদরা পরকীয়ার প্রতি বিশেষ আকৃষ্ট থাকেন না। তাঁরা রাজনীতি বা কূটনীতি নিয়েই অধিক ব্যস্ত থাকতে পছন্দ করেন।
সমীক্ষায় অংশ নেওয়া, ৮ শতাংশ মহিলা এবং ৯ শতাংশ পুরুষ, যাঁরা নিজেদের পরকীয়ার কথা স্বীকার করে নিয়েছেন, তাঁরা সকলেই অর্থ খাতে কাজ করেন।
সমীক্ষা অনুযায়ী, ২৬ শতাংশ মানুষ কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই পরকীয়ায় জড়িয়েছেন। ১৫ শতাংশ মানুষ ওপেন রিলেশনশিপের কথা স্বীকার করেছেন। অর্থাৎ সঙ্গীকে জানিয়েই তাঁরা অন্য সম্পর্কে রয়েছেন।
ডেটিং সাইটের সমীক্ষা অনুযায়ী, মহিলাদের মধ্যে শিক্ষিকা, নার্স, ম্যানেজাররা বেশি পরকীয়ায় জড়ান। ছেলেদের মধ্যে ইঞ্জিনিয়ার, ম্যানেজাররা বেশি পরকীয়ায় জড়িয়ে পড়েন।