Bangla

পরকীয়া মানেই সম্পর্কের অন্দরে মিথ্যা, লুকোচুরি আর তিক্ততার সূত্রপাত

পৃথিবীতে কোন কোন পেশার মানুষরা সবচেয়ে বেশি পরকীয়ায় জড়িয়ে পড়ছেন? এই বিষয়ে রয়েছে একটি সাম্প্রতিক সমীক্ষা। 

Bangla

বিবাহিত না হলেও,

 এক সম্পর্কে থেকে অন্য আরেক সম্পর্কে ঢুকে পড়ে গোলকধাঁধায় জড়িয়ে পড়েন অনেকেই। আর, এই জড়িয়ে পড়ার নেপথ্যে মানুষের জীবিকারও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

Image credits: Our own
Bangla

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বিতর্কিত ওয়েবসাইট অ্যাশলে ম্যাডিসন,

যা বিবাহিতদের জন্য সঙ্গী খুঁজে বের করে, তার সমীক্ষায় দেখা গেছে যে, যারা শিল্প বা সাংস্কৃতিক কাজে জড়িত, তারা সম্পর্কের ক্ষেত্রে নমনীয়, অর্থাৎ, পরকীয়া থেকে তাঁরা একটু দূরেই থাকেন। 

Image credits: Our own
Bangla

মার্কেটিং, সোশ্যাল ওয়র্ক‌ বা হসপিটালিটি সেক্টরের কর্মীরা

কথাবার্তায় বেশ দক্ষ হওয়ার দরুন তাঁরা মানুষকে দারুণভাবে আকর্ষণ করতে পারেন। 

Image credits: Our own
Bangla

ব্যবসায়ীরা স্বভাবগতভাবেই নতুন মানুষের সঙ্গে আলাপ জমাতে ভালোবাসেন

নতুন নতুন মানুষের সঙ্গে মেশা, বন্ধুত্ব করা বা ঘনিষ্ঠতা বাড়ানো ব্যবসার সঙ্গে যুক্ত থাকা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য । ফলে, এঁরাও পরকীয়ার ক্ষেত্রে বেশ পারদর্শী হন। 

Image credits: Our own
Bangla

সমীক্ষায় দেখা গেছে,

দক্ষ রাজনীতিবিদরা পরকীয়ার প্রতি বিশেষ আকৃষ্ট থাকেন না। তাঁরা রাজনীতি বা কূটনীতি নিয়েই অধিক ব্যস্ত থাকতে পছন্দ করেন। 

Image credits: Our own
Bangla

তবে, এই সমীক্ষায় সবচেয়ে চমকপ্রদ ফলাফল হল অর্থের।

সমীক্ষায় অংশ নেওয়া, ৮ শতাংশ মহিলা এবং ৯ শতাংশ পুরুষ, যাঁরা নিজেদের পরকীয়ার কথা স্বীকার করে নিয়েছেন, তাঁরা সকলেই অর্থ খাতে কাজ করেন।

Image credits: Our own
Bangla

প্রায় ৭০ শতাংশ বিবাহিত যাঁরা পরকীয়া করেন, তাঁরা যৌনতাকেই প্রাধান্য দেন

সমীক্ষা অনুযায়ী, ২৬ শতাংশ মানুষ কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই পরকীয়ায় জড়িয়েছেন। ১৫ শতাংশ মানুষ ওপেন রিলেশনশিপের কথা স্বীকার করেছেন। অর্থাৎ সঙ্গীকে জানিয়েই তাঁরা অন্য সম্পর্কে রয়েছেন।

Image credits: Our own
Bangla

পরকীয়ায় জড়িয়েও অনেকেই অবশ্য নিজের বৈবাহিক জীবনে সুখী আছেন।

ডেটিং সাইটের সমীক্ষা অনুযায়ী, মহিলাদের মধ্যে শিক্ষিকা, নার্স, ম্যানেজাররা বেশি পরকীয়ায় জড়ান। ছেলেদের মধ্যে ইঞ্জিনিয়ার, ম্যানেজাররা বেশি পরকীয়ায় জড়িয়ে পড়েন।

Image Credits: Our own