ইতিহাসের শহর জয়পুর। এই শহরের কোণায় কোণায় ছড়িয়ে আছে নানা কাহিনি। মধুচন্দ্রিমার ফাঁকেই সেই ইতিহাসে উঁকি দেওয়া যেতে পারে।
গোলাপি শহর জয়পুর পর্যটকদের জন্য স্বর্গ এবং নবদম্পতিদের জন্য এটি সবচেয়ে রোমান্টিক জায়গা হতে পারে। সব দম্পতিরই অন্তত একবার জয়পুর ভ্রমণ করা উচিত।
প্রথমেই বলতে হয় নাহারগড় দুর্গের কথা। যেখানে ৯টি একইরকম প্রাসাদ আছে। এখানকার প্রাচীর থেকে আপনি সম্পূর্ণ জয়পুর শহর দেখতে পারবেন। রাতের দৃশ্য তো অনবদ্য।
পর্যটনের ক্ষেত্রে হাওয়া মহল সবার সামনে। এখানে আপনি হাওয়া মহলের ভিতরে এবং বাইরে ফটোশুট করতে পারেন। হাওয়া মহলের সামনের রুফটপ রেস্তোরাঁ দম্পতিদের জন্য সেরা।
যন্তর মন্তর, বিজ্ঞান ও রহস্যের এক অনন্য নমুনা। পাথর ও সিমেন্ট দিয়ে এমন ভাবে তৈরি যে সূর্যের আলো পড়লে সময় ও গ্রহের অবস্থান জানা যায়।
আমের দুর্গ, বলিউড শিল্পীদের প্রিয় স্থান। এখানে বাজিরাও মাস্তানি ছবির চিত্রগ্রহণ হয়েছে। রাতের বেলায় এই দুর্গ সোনার মতো ঝলমল করে।
চারদিকে জল বেষ্টিত জলমহল, ফটোশুটের জন্য একটি আদর্শ স্থান। এখান থেকে আপনি শীশমহলও দেখতে পারবেন।