Bangla

রাজস্থানের অন্যতম জনপ্রিয় শহর জয়পুর মধুচন্দ্রিমার জন্য আদর্শ হতে পারে

ইতিহাসের শহর জয়পুর। এই শহরের কোণায় কোণায় ছড়িয়ে আছে নানা কাহিনি। মধুচন্দ্রিমার ফাঁকেই সেই ইতিহাসে উঁকি দেওয়া যেতে পারে।

Bangla

সম্পর্কের যে কোনও পর্যায়েই গোলাপি শহর জয়পুর ভ্রমণ করতে পারেন দম্পতি

গোলাপি শহর জয়পুর পর্যটকদের জন্য স্বর্গ এবং নবদম্পতিদের জন্য এটি সবচেয়ে রোমান্টিক জায়গা হতে পারে। সব দম্পতিরই অন্তত একবার জয়পুর ভ্রমণ করা উচিত।

Image credits: Our own
Bangla

'সোনার কেল্লা' যাঁরা দেখেছেন, তাঁদের কাছে নাহারগড় কেল্লা আকর্ষণীয়

প্রথমেই বলতে হয় নাহারগড় দুর্গের কথা। যেখানে ৯টি একইরকম প্রাসাদ আছে। এখানকার প্রাচীর থেকে আপনি সম্পূর্ণ জয়পুর শহর দেখতে পারবেন। রাতের দৃশ্য তো অনবদ্য।

Image credits: Our own
Bangla

জয়পুরের অন্যতম বিখ্যাত স্থাপত্য হাওয়া মহল, যা নবদম্পতিদের জন্য আদর্শ

পর্যটনের ক্ষেত্রে হাওয়া মহল সবার সামনে। এখানে আপনি হাওয়া মহলের ভিতরে এবং বাইরে ফটোশুট করতে পারেন। হাওয়া মহলের সামনের রুফটপ রেস্তোরাঁ দম্পতিদের জন্য সেরা।

Image credits: Our own
Bangla

আধুনিক যুগ শুরু হওয়ার আগেই যে ভারতে বিজ্ঞানচর্চা হত, তার প্রমাণ রয়েছে

যন্তর মন্তর, বিজ্ঞান ও রহস্যের এক অনন্য নমুনা। পাথর ও সিমেন্ট দিয়ে এমন ভাবে তৈরি যে সূর্যের আলো পড়লে সময় ও গ্রহের অবস্থান জানা যায়।

Image credits: Our own
Bangla

জয়পুরে একের পর এক দুর্গ রয়েছে, সেগুলির মধ্যে অন্যতম বিখ্যাত আমের দুর্গ

আমের দুর্গ, বলিউড শিল্পীদের প্রিয় স্থান। এখানে বাজিরাও মাস্তানি ছবির চিত্রগ্রহণ হয়েছে। রাতের বেলায় এই দুর্গ সোনার মতো ঝলমল করে।

Image credits: Our own
Bangla

জয়পুরের এক আশ্চর্য স্থাপত্য হল জলমহল, এখানে সারা বছরই পর্যটকদের ভিড়

চারদিকে জল বেষ্টিত জলমহল, ফটোশুটের জন্য একটি আদর্শ স্থান। এখান থেকে আপনি শীশমহলও দেখতে পারবেন।

Image credits: Our own

স্বামীকে কখনও এই ৮টি কথা বলতে চান না মহিলারা, জানেন এই বিষয়গুলি কী?

'এই ৪ অনর্থ ঘটলেই স্ত্রীকে ত্যাগের সিদ্ধান্ত নেয় স্বামী', চাণক্য নীতি

সুখী দাম্পত্যের গোপন কথা কর্টিসল হরমন, এটির ক্ষরণ বাড়লেই সমস্যা

রিল লাইফের নয়, রিয়েল লাইফের 12th Fail মনোজ ও শ্রদ্ধার সংসারে উঁকি দিন