Bangla

ভারী সোনার গয়না সবসময় পরে থাকা ঝুঁকির, এই কারণে হাল্কা গয়নার কদর বেশি

ভারী সোনার গয়না পরে বাইরে কোথাও যাওয়া বা সবসময় পরে থাকা ঝুঁকিপূর্ণ ও অসুবিধাজনক। এই কারণে অনেকেই হাল্কা সোনার গয়না বেছে নিচ্ছেন।

Bangla

এখন ১-২ গ্রাম ওজনের সোনা দিয়েও দুর্দান্ত ডিজাইনের গয়না তৈরি করা যায়

বউমার জন্য হাল্কা সোনার গয়না খুঁজছেন? কম বাজেটে ১-২ গ্রামের দুর্দান্ত উপহার দেখে নিন।

Image credits: Caratlane
Bangla

১-২ গ্রাম সোনা দিয়েই পেনডেন্ট তৈরি করা যায়, চেনের সঙ্গে মানানসইও হয়

বিবাহ বার্ষিকীতে বউমার জন্য উপহার? ১-২ গ্রামের ছোট্ট পেনডেন্ট, চেন বা মালায় পরার জন্য।

Image credits: Caratlane
Bangla

মাত্র ২ গ্রাম সোনা দিয়েই বউমার জন্য সুন্দর ডিজাইনের আংটি বানানো যায়

বউমা, ননদ বা মেয়ের শাশুড়ির জন্য ২ গ্রামের সুন্দর আংটি উপহার দিতে পারেন।

Image credits: Caratlane
Bangla

চাকুরিরতা বউমাকে উপহার দেওয়ার জন্য হাল্কা সোনার টপসও বানিয়ে নিতে পারেন

১-২ গ্রাম সোনার টপস সবসময় পরে থাকা যায়। এই হাল্কা সোনার গয়না পরে অফিসেও যাতায়াত করা যায়।

Image credits: Caratlane
Bangla

উপহার দেওয়ার জন্য হাল্কা সোনার বাটারফ্লাই টপসও খুব পছন্দের হতে পারে

বউমা, ছোট ননদ বা মেয়ের জন্য ছোট বাটারফ্লাই ডিজাইনের টপসও বানিয়ে নিতে পারেন।

Image credits: Caratlane
Bangla

নোজ পিন সবারই পছন্দের, বউমাকে হাল্কা সোনার এই গয়না উপহার দিতে পারেন

১-২ গ্রাম সোনা দিয়েই নোজ পিন বানিয়ে নেওয়া যায়। বউমা বা অন্য কোনও আত্মীয়াকে এই গয়না উপহার দেওয়া যায়।

Image credits: Pinterest

মধুচন্দ্রিমায় কোথায় যাবেন ভাবছেন? গোলাপি শহর জয়পুর বেছে নিতে পারেন

স্বামীকে কখনও এই ৮টি কথা বলতে চান না মহিলারা, জানেন এই বিষয়গুলি কী?

'এই ৪ অনর্থ ঘটলেই স্ত্রীকে ত্যাগের সিদ্ধান্ত নেয় স্বামী', চাণক্য নীতি

সুখী দাম্পত্যের গোপন কথা কর্টিসল হরমন, এটির ক্ষরণ বাড়লেই সমস্যা