দাম্পত্য জীবনে যাতে কোনওরকম সমস্যা না আসে, তার জন্য স্বামীর কাছ থেকে বেশ কিছু বিষয় গোপন করতে চান মহিলারা। জেনে নিন সেই বিষয়গুলি কী।
অনেকে বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কিছু গোপন থাকে না। কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটাই দেখা যায়। স্বামীর কাছ থেকে অনেককিছুই গোপন করেন স্ত্রী।
বিয়ের পর মহিলারা প্রায়শই তাঁদের অতীত সম্পর্ক নিয়ে কথা বলতে কুণ্ঠাবোধ করেন। তাঁরা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ভয় পান।
আর্থিক সুরক্ষা মহিলাদের অগ্রাধিকার। কিছু সঞ্চয় গোপন রাখতে চান যা তাঁরা নিজের মতো ব্যবহার করতে পারবেন।
প্রত্যেকের বাড়িতেই এমন কিছু ঘটনা থাকে, যা অন্যদের বলতে সঙ্কোচ বোধ হয়। এমনকী, স্বামীকেও সে কথা বলতে চান না মহিলারা।
মহিলারা সকলের যত্ন নেন, কিন্তু নিজের শরীরের যত্ন নেন না। তাঁরা স্বাস্থ্য নিয়ে কম কথা বলেন।তাঁর সঙ্গে এ বিষয়ে কথা বলা স্বামীর দায়িত্ব।
নারীরা অনুভূতি প্রকাশ করেন না, যা সময়ের সঙ্গে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। সঙ্গীর ছোট ছোট কথা লক্ষ্য করুন।
মহিলারা সঙ্গী নিয়ে অনিরাপদ বোধ করলেও এ নিয়ে কথা বলেন না। তাঁদের খোলামেলা কথা বলা উচিত।
'এই ৪ অনর্থ ঘটলেই স্ত্রীকে ত্যাগের সিদ্ধান্ত নেয় স্বামী', চাণক্য নীতি
সুখী দাম্পত্যের গোপন কথা কর্টিসল হরমন, এটির ক্ষরণ বাড়লেই সমস্যা
রিল লাইফের নয়, রিয়েল লাইফের 12th Fail মনোজ ও শ্রদ্ধার সংসারে উঁকি দিন
বিশ্বজুড়ে ডিভোর্সের হারে সবচেয়ে কম ভারতে