বর্ষার সময়ে বলতে গেলে প্রতিটি বঙ্গবাসী পারলে দীঘাতে ছুট মারেন। এই বর্ষায় জমিয়ে মাছ ভাজা খেতে চাইলে যেতে হবে দীঘা, মন্দারমণি বা তাজপুর। উইকেন্ড একেবারে জমে যাবে
Travel Jul 19 2023
Author: Web Desk - ANB Image Credits:Facebbok
Bangla
ডুয়ার্স
বর্ষায় পাহাড়ে যেতে অনেকেই পছন্দ করেন না। তবে হট কাপলরা একবার ঘুরেই আসতে পারেন ডুয়ার্স। জঙ্গল বন্ধ থাকলেও সবুজের কোলে কয়েকটা দিন নিরিবিলিতে কোয়ালিটি কাটাতে পারবেন
Image credits: Facebbok
Bangla
গাদিয়াড়া
হুগলি আর রূপনারায়ণের সঙ্গমে অবস্থিত গাদিয়াড়া। বর্ষা উপভোগ করবেন টুরিস্ট লজের বারান্দায় বসে। বৃষ্টি না থাকলে মেঘলা দিনে নদীর বুকে ভেসে পড়বেন। নৌকা নিয়ে মাঝি সব সময়েই তৈরী আপনার জন্য
Image credits: Facebbok
Bangla
গড়পঞ্চকোট
২-৩ দিনের জন্য এখন সেরা মনসুন ডেস্টিনেশন পুরুলিয়া জেলার গড়পঞ্চকোট, পাহাড়ে ঘেরা এই জায়গায় পাবেন ইতিহাসের ছোঁয়াও। চট করে ঘুরে আসা যায় পাঞ্চেত ড্যামও।
Image credits: Facebbok
Bangla
মাইথন
সবুজ পাহাড়, বরাকর নদী আর ড্যাম-জলাধার নিয়ে মাইথন। বৃষ্টিপাতের রিমঝিম শব্দ কেমন যেন নেশা ধরায়। এক ফাঁকে ঘুরে আসুন কল্যাণেশ্বরী মন্দির। বর্ষার প্রকৃতি আপনাকে দেবে স্নিগ্ধতার ছোঁওয়া
Image credits: Facebbok
Bangla
শান্তিনিকেতন
বছরের কোনও সময়ে পর্যটকহীন থাকে না শান্তিনিকেতন। কবিগুরু রবীন্দ্রনাথের পাঠশালায় যে কোনও সময়ে লেগে থাকে পর্যটকের ভিড়। বর্ষায় এমন লালমাটির দেশ, সোনাঝুরির হাটে ঘোরার একটা আলাদাই মজা
Image credits: Facebbok
Bangla
টাকী
টাকীতে বর্ষায় ইছামতী নদী ভরভরন্ত। ইছামতী নদীর তীরে সবুজ গাছগাছালিতে ছাওয়া এই শহর বর্ষায় আরও সবুজ। নৌকায় ভেসে চলে যান মাছরাঙা দ্বীপে। নদীর ওপারে বাংলাদেশ।
Image credits: Facebbok
Bangla
সুন্দরবন
বর্ষায় সুন্দরবন মানে সবুজের সমাহার। সেই সঙ্গে সুন্দরবনের নদী-নালার ভরা জল। বর্ষায় সুন্দরবন ভ্রমণের মজা নেওয়ার স্বাদ অসামান্য