বর্ষার সময়ে বলতে গেলে প্রতিটি বঙ্গবাসী পারলে দীঘাতে ছুট মারেন। এই বর্ষায় জমিয়ে মাছ ভাজা খেতে চাইলে যেতে হবে দীঘা, মন্দারমণি বা তাজপুর। উইকেন্ড একেবারে জমে যাবে
বর্ষায় পাহাড়ে যেতে অনেকেই পছন্দ করেন না। তবে হট কাপলরা একবার ঘুরেই আসতে পারেন ডুয়ার্স। জঙ্গল বন্ধ থাকলেও সবুজের কোলে কয়েকটা দিন নিরিবিলিতে কোয়ালিটি কাটাতে পারবেন
হুগলি আর রূপনারায়ণের সঙ্গমে অবস্থিত গাদিয়াড়া। বর্ষা উপভোগ করবেন টুরিস্ট লজের বারান্দায় বসে। বৃষ্টি না থাকলে মেঘলা দিনে নদীর বুকে ভেসে পড়বেন। নৌকা নিয়ে মাঝি সব সময়েই তৈরী আপনার জন্য
২-৩ দিনের জন্য এখন সেরা মনসুন ডেস্টিনেশন পুরুলিয়া জেলার গড়পঞ্চকোট, পাহাড়ে ঘেরা এই জায়গায় পাবেন ইতিহাসের ছোঁয়াও। চট করে ঘুরে আসা যায় পাঞ্চেত ড্যামও।
সবুজ পাহাড়, বরাকর নদী আর ড্যাম-জলাধার নিয়ে মাইথন। বৃষ্টিপাতের রিমঝিম শব্দ কেমন যেন নেশা ধরায়। এক ফাঁকে ঘুরে আসুন কল্যাণেশ্বরী মন্দির। বর্ষার প্রকৃতি আপনাকে দেবে স্নিগ্ধতার ছোঁওয়া
বছরের কোনও সময়ে পর্যটকহীন থাকে না শান্তিনিকেতন। কবিগুরু রবীন্দ্রনাথের পাঠশালায় যে কোনও সময়ে লেগে থাকে পর্যটকের ভিড়। বর্ষায় এমন লালমাটির দেশ, সোনাঝুরির হাটে ঘোরার একটা আলাদাই মজা
টাকীতে বর্ষায় ইছামতী নদী ভরভরন্ত। ইছামতী নদীর তীরে সবুজ গাছগাছালিতে ছাওয়া এই শহর বর্ষায় আরও সবুজ। নৌকায় ভেসে চলে যান মাছরাঙা দ্বীপে। নদীর ওপারে বাংলাদেশ।
বর্ষায় সুন্দরবন মানে সবুজের সমাহার। সেই সঙ্গে সুন্দরবনের নদী-নালার ভরা জল। বর্ষায় সুন্দরবন ভ্রমণের মজা নেওয়ার স্বাদ অসামান্য