Bangla

দীঘা

বর্ষার সময়ে বলতে গেলে প্রতিটি বঙ্গবাসী পারলে দীঘাতে ছুট মারেন। এই বর্ষায় জমিয়ে মাছ ভাজা খেতে চাইলে যেতে হবে দীঘা, মন্দারমণি বা তাজপুর। উইকেন্ড একেবারে জমে যাবে

Bangla

ডুয়ার্স

বর্ষায় পাহাড়ে যেতে অনেকেই পছন্দ করেন না। তবে হট কাপলরা একবার ঘুরেই আসতে পারেন ডুয়ার্স। জঙ্গল বন্ধ থাকলেও সবুজের কোলে কয়েকটা দিন নিরিবিলিতে কোয়ালিটি কাটাতে পারবেন

Image credits: Facebbok
Bangla

গাদিয়াড়া

হুগলি আর রূপনারায়ণের সঙ্গমে অবস্থিত গাদিয়াড়া। বর্ষা উপভোগ করবেন টুরিস্ট লজের বারান্দায় বসে। বৃষ্টি না থাকলে মেঘলা দিনে নদীর বুকে ভেসে পড়বেন। নৌকা নিয়ে মাঝি সব সময়েই তৈরী আপনার জন্য

Image credits: Facebbok
Bangla

গড়পঞ্চকোট

২-৩ দিনের জন্য এখন সেরা মনসুন ডেস্টিনেশন পুরুলিয়া জেলার গড়পঞ্চকোট, পাহাড়ে ঘেরা এই জায়গায় পাবেন ইতিহাসের ছোঁয়াও। চট করে ঘুরে আসা যায় পাঞ্চেত ড্যামও।

Image credits: Facebbok
Bangla

মাইথন

সবুজ পাহাড়, বরাকর নদী আর ড্যাম-জলাধার নিয়ে মাইথন। বৃষ্টিপাতের রিমঝিম শব্দ কেমন যেন নেশা ধরায়। এক ফাঁকে ঘুরে আসুন কল্যাণেশ্বরী মন্দির। বর্ষার প্রকৃতি আপনাকে দেবে স্নিগ্ধতার ছোঁওয়া

Image credits: Facebbok
Bangla

শান্তিনিকেতন

বছরের কোনও সময়ে পর্যটকহীন থাকে না শান্তিনিকেতন। কবিগুরু রবীন্দ্রনাথের পাঠশালায় যে কোনও সময়ে লেগে থাকে পর্যটকের ভিড়। বর্ষায় এমন লালমাটির দেশ, সোনাঝুরির হাটে ঘোরার একটা আলাদাই মজা

Image credits: Facebbok
Bangla

টাকী

টাকীতে বর্ষায় ইছামতী নদী ভরভরন্ত। ইছামতী নদীর তীরে সবুজ গাছগাছালিতে ছাওয়া এই শহর বর্ষায় আরও সবুজ। নৌকায় ভেসে চলে যান মাছরাঙা দ্বীপে। নদীর ওপারে বাংলাদেশ।

Image credits: Facebbok
Bangla

সুন্দরবন

বর্ষায় সুন্দরবন মানে সবুজের সমাহার। সেই সঙ্গে সুন্দরবনের নদী-নালার ভরা জল। বর্ষায় সুন্দরবন ভ্রমণের মজা নেওয়ার স্বাদ অসামান্য

Image credits: Getty

আরব সাগরের সৌন্দর্য, নির্মলতা উপভোগ করতে ভ্রমণ তালিকায় আলিবাগ ট্রাভেল

কলকাতার কাছেই এই ৯ লুকিয়ে থাকা জায়গা, যেখানে যে কারওরই ঘুরে আসা উচিত

বর্ষায় কলকাতা থেকে ৭ রোড ট্রিপ, দীঘা ছাড়া আর কোন গন্তব্য রয়েছে তাতে

রহস্যের ঘেরে বিশ্বের ১০টি জায়গায়, এখনও আকর্ষণ করে পর্যটকদের