মৃত্যু পূর্বে মা সারদা উপদেশ দিয়েছিলেন "যদি শান্তি চাও, মা, কারও দোষ দেখো না। দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখ। কেউ পর নয়, মা, জগৎ তোমার"
"সংসারে কেমন করে থাকতে হয় জানো? যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন" - মা সারদা দেবী
'এই পৃথিবীতে কেউ কারও নয় , তুমি কারোর সাথে মন খারাপের কথা ভাগ করেছ তো দেখবে একদিন সেই মানুষটিই তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে' - সারদা দেবী
'জীবনে হাসা উচিত কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে সুখী হাওয়াও উচিত কিন্তু কাউকে ঠকিয়ে নয়' - মা সারদাদেবী
'কখনও চুপচাপ বসে থেকো না কিছুনা কিছু কাজ করবে। কিছু কাজ না থাকলে অলস মনে নানা চিন্তা এসে ভিড় করবে।' -মা সারদা দেবী
'ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় কিন্তু খারাপ সময়ে নিজের ছায়াও পথ দেয় না' - সারদা দেবী
'ছোট মহান নিয়ে যেমন কখনও মহান হওয়া যায় না তেমন ছোট লক্ষ্য নিয়ে কখনওই জীবনে বড় হওয়া যায় না' - মা সারদা দেবী
লোকে নিন্দা করলে যেমন দুঃখ পাওয়া উচিত নয়, লোক প্রশংসা করলেও তেমন কখনও আনন্দ পাওয়া উচিত নয়, মনে রাখা উচিত লোকের কথায় কয়লা কখনও সোনা হয় না - মা সারদা
ভাঙতে সবাই পারে, গড়তে পারে ক'জনে? নিন্দা ঠাট্টা করতে পারে সব্বাই, কিন্তু কী করে যে তাকে ভালো করতে হবে, তা বলতে পারে ক'জনে?'- মা সারদা দেবী
'কাজ করা চাই বইকি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। একদণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়।-- মা সারদা দেবী