Bangla

দেবী মনসার জন্ম উপাখ্যান

মনসা মন্ত্রবলে পৃথিবীতে কর্তৃত্ব বিস্তার করে শিবকে প্রসন্ন করেন, শিব বলেন নারায়ণকে প্রসন্ন করতে। নারায়ণ সিদ্ধি নামক দৈবী ক্ষমতা প্রদান করলে দেবী হিসেবে মনসার কর্তৃত্ব সুবিদিত হয়

Bangla

দেবী মনসার জন্ম উপাখ্যান

পুরাণ মতে, মনসা ঋষি কশ্যপের সন্তান তথা কাশ্যপ গোত্রজ। উল্লেখ্য, মঙ্গলকাব্যে শিবকে মনসার পিতা বলা হলেও, পুরাণে সেই তথ্যের সমর্থন পাওয়া যায় না।

Image credits: Facebook
Bangla

দেবী মনসার জন্ম উপাখ্যান

একবার সাপ ও সরীসৃপরা পৃথিবীতে উৎপাত শুরু করলে ঋষি কশ্যপ নিজের মন থেকে মনসা দেবীর জন্ম দেন। মন থেকে জন্ম বলে তার নাম হয় ‘মনসা’। সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে সর্প ও সরীসৃপদের দেবী করেন।

Image credits: Facebook
Bangla

মনসা পূজা

সাপের কামড় থেকে রক্ষা পেতেই আপামর বাঙালীর ঘরে মাটির সরায় দুধ-কলা দিয়ে দেবীকে পুজা করা হয়। পুজা শেষে শাগু দুধ-কলা দিয়ে উপকরণ দিয়ে মা মনসার পুজা সম্পন্ন করে উপবাস ভাঙ্গেন মহিলারা

Image credits: Facebook
Bangla

মনসা মঙ্গল

বাংলার গ্রামে পুরো শ্রাবণ মাস জুড়ে মনসা পূজা হয়। পুজা উপলক্ষে হয় পালা গান ‘সয়লা’। এই পালার বিষয় হল— পদ্মপুরাণ বা মনসা মঙ্গল। ১৭- ১৮ আগষ্ট বাংলার ঘরে ঘরে পূজিত হবেন দেবী মনসা।

Image credits: Facebook
Bangla

দশহরা ব্রত পালন

পুরুলিয়ায় মনসা পূজায় হাঁস বলি দেওয়া হয়। রাঢ বাঁকুড়ায় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে দশহরা ব্রত পালন করে মনসা পূজা করা হয়। তখন এখানে ঘুড়ি ওড়ানো হয়।

Image credits: Facebook
Bangla

মনসা মঙ্গল

মনসা পূজার অঙ্গ হল অরন্ধন। রাঢ়ে চৈতন্যদেবের সময়ে মনসাকে মা দূর্গার এক রূপ মনে করা হত। তাই কোনও কোনও জায়গায় পূজায় বলি দেয়া হত। আজও অনেক পূজায় পাঁঠা বলি হয়।

Image credits: Facebook
Bangla

মনসা পূজার দিনক্ষণ

১৮ই আগস্ট ২০২৩ ইং রোজ শুক্রবার শ্রী শ্রী মনসা পূজা।মনসা পূজা শ্রাবণ মাসের শেষ দিনে করা হয়। মনসা সাপের দেবী। তিনি মূলত লৌকিক দেবী

Image credits: Facebook

বাবা খেরেশ্বর ধাম, এখনও এই মন্দিরে পুজো করেন মহাভারতের এক যোদ্ধা

মা সারদার ১০ বাণী যা বর্তমান সময়েও সমানভাবে প্রাসঙ্গিক

এঁরা হিন্দুশাস্ত্রের দেব-দেবী, চিনে নিন এদের বাহনদের

Sawan Bhog: এই ১০ শ্রাবণ ভোগ, শিবের পূজা যা নিবেদন করা উচিত