ভারতীয় দলের হয়ে সব ফর্ম্যাট মিলিয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট নেওয়ার নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন।
আন্তর্জাতিক ক্রিকেটে ৭১১ উইকেট নেওয়ার রেকর্ড আছে হরভজন সিংয়ের। সেই রেকর্ড ছাপিয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন।
২০১০ সালে ভারতীয় দলের হয়ে প্রথমবার খেলার সুযোগ পান রবিচন্দ্রন অশ্বিন। তারপর থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি।
২০১৭ থেকে ভারতীয় দলের হয়ে সীমিত ওভারের ফর্ম্যাটে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না রবিচন্দ্রন অশ্বিন।
ভারতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে নবম সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ডও গড়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ২ ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়ে ভারতীয় দলকে জেতান রবিচন্দ্রন অশ্বিন।
২৭২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭১২ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সোমবারই তাঁর উইকেট সংখ্যা বাড়তে পারে।
আন্তর্জাতিক ক্রিকেটে জুটি বেঁধে ৫০০ উইকেট নেওয়ার নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের হয়ে ৫০১ উইকেট নেন অনিল কুম্বলে ও হরভজন সিং। দ্বিতীয় জুটি হিসেবে ৫০০ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন জোড়া উইকেট নিয়ে নতুন নজির গড়েছেন রবিচন্দ্রন অশ্বিন।