Bangla

আজ থেকে শুরু হল ২০২৩ সালের এশিয়া কাপ

৩০ অগাস্ট, বুধবার থেকে শুরু হল ২০২৩ সালের এশিয়া কাপ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুত সব দল।

Bangla

৬টি দলের অফিসিয়াল স্কোয়াড

ইতিমধ্যেই তৈরি হয়েছে ৬টি দলের অফিসিয়াল স্কোয়াড।

Image credits: social media
Bangla

স্কোয়াড ঘোষণা করেছে একাধিক দল

আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, নেপাল এবং পাকিস্তান ইতিমধ্যেই তাদের অফিসিয়াল স্কোয়াড ঘোষণা করেছে।

Image credits: Social media
Bangla

শ্রীলঙ্কার দল ঘোষণা

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড গতকাল বিকেলে দল ঘোষণা করেছে।

Image credits: social media
Bangla

পাঁচটি দল ১৭ সদস্যের স্কোয়ার্ড বেছে নিয়েছে

পাঁচটি দল ১৭ সদস্যের স্কোয়ার্ড বেছে নিয়েছে। বাকিরা ১৫ সদস্যের।

Image credits: social media
Bangla

মোট ১০০ জন খেলোয়ার

মোট ১০০ জন খেলোয়ার টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

Image credits: social media
Bangla

ভারতের কত?

ভারতের ২৯ জন ব্যাটার, ১১ জন উইকেট কিপার, ২৬ জন অলরাউন্ডার এবং ৩৪ জন বোলার রয়েছে।

Image credits: social media
Bangla

কটি ম্যাচ টুর্নামেন্টে?

সামগ্রিকভাবে, ছয়টি দলের মধ্যে, ৬টি গ্রুপ পর্বের ম্যাচ, ৬টি সুপার ফোর ম্যাচ এবং ১টি ফাইনাল।

Image credits: Social media
Bangla

টুর্নামেন্টের স্থান

টুর্নামেন্টটি আংশিকভাবে পাকিস্তান এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এবং ফাইনালটি ১৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

Image credits: social media

১০০ মিটারের ওভার-বাউন্ডারি, মেজর লিগ ক্রিকেটে নতুন রেকর্ড পোলার্ডের

হরভজন সিংকে টপকে ভারতের হয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট রবিচন্দ্রন অশ্বিনের

টেস্ট ইনিংসে সর্বাধিক রান রেট, ক্রিকেটের ইতিহাসে নতুন নজির ভারতের

প্রকাশ্যে আম্পায়ারের সমালোচনা, আইসিসি-র শাস্তির মুখে হরমনপ্রীত কউর