মেজর লিগ ক্রিকেটে নতুন রেকর্ড মুম্বই ইন্ডিয়ানস নিউ ইয়র্কের অধিনায়কের
Bangla

মেজর লিগ ক্রিকেটে নতুন রেকর্ড মুম্বই ইন্ডিয়ানস নিউ ইয়র্কের অধিনায়কের

মেজর লিগ ক্রিকেটে সবচেয়ে লম্বা ওভার-বাউন্ডারি মারার রেকর্ড গড়লেন মুম্বই ইন্ডিয়ানস নিউ ইয়র্কের অধিনায়ক কাইরন পোলার্ড। তিনি ১১০ মিটার লম্বা ছক্কা মারেন।

সিটল অর্কাসের বিরুদ্ধে ম্যাচে ওভার-বাউন্ডারির রেকর্ড গড়েছেন পোলার্ড
Bangla

সিটল অর্কাসের বিরুদ্ধে ম্যাচে ওভার-বাউন্ডারির রেকর্ড গড়েছেন পোলার্ড

মেজর লিগ ক্রিকেটে সিটল অর্কাসের বিরুদ্ধে ম্যাচে ১১০ মিটার লম্বা ওভার-বাউন্ডারি মারেন কাইরন পোলার্ড।

Image credits: Instagram
সিটল অর্কাসের ক্যামেরন গ্যাননের বলে নতুন রেকর্ড গড়েছেন কাইরন পোলার্ড
Bangla

সিটল অর্কাসের ক্যামেরন গ্যাননের বলে নতুন রেকর্ড গড়েছেন কাইরন পোলার্ড

সিটল অর্কাসের বিরুদ্ধে এই ম্যাচের ১২-তম ওভারে বিশাল ছক্কা মারেন কাইরন পোলার্ড।

Image credits: Instagram
কাইরন পোলার্ডের ঝোড়ো ইনিংস সত্ত্বেও সিটল অর্কাসের কাছে হারল তাঁর দল
Bangla

কাইরন পোলার্ডের ঝোড়ো ইনিংস সত্ত্বেও সিটল অর্কাসের কাছে হারল তাঁর দল

সিটল অর্কাসের বিরুদ্ধে ১৮ বলে ১টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করেন কাইরন পোলার্ড। তবে তিনি দলকে জেতাতে পারেননি।

Image credits: Instagram
Bangla

কাইরন পোলার্ডের সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ গড়েছেন নিকোলাস পুরাণ

সিটল অর্কাসের বিরুদ্ধে অসাধারণ পার্টনারশিপ গড়েন কাইরন পোলার্ড ও নিকোলাস পুরাণ। ৩৪ বলে ৩টি বাউন্ডারি ও ৭টি ওভার-বাউন্ডারির সাহায্যে ৬৮ রান করেন পুরাণ।

Image credits: Instagram
Bangla

কাইরন পোলার্ড, নিকোলাস পুরাণের দারুণ লড়াই সত্ত্বেও হেরে গেল তাঁদের দল

সিটল অর্কাসের বিরুদ্ধে এই ম্যাচে ২ উইকেটে হেরে গেল মুম্বই ইন্ডিয়ানস নিউ ইয়র্ক।

Image credits: Instagram
Bangla

হেইনরিক ক্লাসেনের অপরাজিত শতরানের সুবাদে ২ উইকেটে জয় পেল সিটল অর্কাস

৪৪ বলে ৯টি বাউন্ডারি ও ৭টি ওভার-বাউন্ডারির সাহায্যে ১১০ রান করে অপরাজিত থাকেন হেইনরিক ক্লাসেন। তাঁর জন্যই জয় পেল সিটল অর্কাস।

Image credits: Instagram
Bangla

মেজর লিগ ক্রিকেটে খুব ভালো অবস্থানে নেই মুম্বই ইন্ডিয়ানস নিউ ইয়র্ক

চলতি মেজর লিগ ক্রিকেটে ৫ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ৬ দলের মধ্যে ৪ নম্বরে মুম্বই ইন্ডিয়ানস নিউ ইয়র্ক।

Image credits: Instagram
Bangla

টি-২০ ক্রিকেটে অনেকবার ১০০ মিটারের বেশি লম্বা ছক্কা মেরেছেন পোলার্ড

বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলেন কাইরন পোলার্ড। সব লিগেই ভালো পারফরম্যান্স দেখান এই অলরাউন্ডার।

Image credits: Instagram
Bangla

শুক্রবার ওয়াশিংটন ফ্রিডমের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ানস নিউ ইয়র্ক

শুক্রবার চলতি মেজর লিগ ক্রিকেটে ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ানস নিউ ইয়র্ক।

Image credits: Instagram

হরভজন সিংকে টপকে ভারতের হয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট রবিচন্দ্রন অশ্বিনের

টেস্ট ইনিংসে সর্বাধিক রান রেট, ক্রিকেটের ইতিহাসে নতুন নজির ভারতের

প্রকাশ্যে আম্পায়ারের সমালোচনা, আইসিসি-র শাস্তির মুখে হরমনপ্রীত কউর

'যুজি, তুমিই আমাদের কাছে সবচেয়ে স্পেশাল,' জন্মদিনে বার্তা ধনশ্রীর