শনিবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে ১৪৫ রানের অসাধারণ করলেন আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ।
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে টি-২০ ফর্ম্যাটের মেজাজে ব্যাটিং করলেন রহমানউল্লাহ গুরবাজ। তাঁর ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারি।
শনিবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জর্দান শতরান করেন।
শনিবার বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ওডিআই ম্যাচে ১১৯ বলে ১০০ রান করেন ইব্রাহিম জর্দান। তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি।
শনিবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে ৯ উইকেটে ৩৩১ রান করে আফগানিস্তান। রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জর্দান ছাড়া আর কেউ বড় স্কোর করতে পারেননি।
শনিবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জর্দানের ওপেনিং জুটিতে যোগ হয় ২৫৬ রান।
শনিবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে আফগানিস্তানের হয়ে যে কোনও উইকেট জুটিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়লেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জর্দান।
২০১০ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ম্যাচে আফগানিস্তানের হয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ২১৮ রান যোগ করেন করিম সাদিক ও মহম্মদ শাহজাদ। শনিবার সেই রেকর্ড ভেঙে গেল।
শনিবার বাংলাদেশের বিরুদ্ধে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জর্দান যে পার্টনারশিপ গড়লেন, সেটি যে কোনও ফর্ম্যাটে আফগানিস্তানের হয়ে দ্বিতীয় সর্বাধিক পার্টনারশিপ।
২০২১ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট ম্যাচে চতুর্থ উইকেট জুটিতে ৩০৭ রান যোগ করেন আসগর আফগান ও হাশমাতুল্লাহ শাহিদি। এটাই যে কোনও ফর্ম্যাটে আফগানিস্তানের হয়ে সর্বাধিক পার্টনারশিপ।