ভারতীয় ক্রিকেটের কঠিন সময়ে অধিনায়ক হন সৌরভ গঙ্গোপাধ্যায়। ম্যাচ গড়াপেটার কালো ছায়া থেকে ভারতীয় দলকে মুক্ত করেন সৌরভ।
সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের অধিনায়ক হওয়ার আগে যিনিই অধিনায়ক হতেন তখন তাঁর রাজ্যের ক্রিকেটারদের জাতীয় দলে সুযোগ দেওয়া হত। এই ধারায় বদল আনেন সৌরভ।
বীরেন্দ্র সেহবাগ. যুবরাজ সিং, মহম্মদ কাইফ, জাহির খানের মতো একঝাঁক তরুণ ক্রিকেটারকে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিদেশের মাটিতে টেস্ট ম্যাচে জেতা শুরু করে ভারতীয় দল। অস্ট্রেলিয়া সফরে টেস্ট ম্যাচ জেতে ভারত।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারতের মাটিতে তো বটেই, বিদেশের মাটিতেও বেশ কয়েকটি ম্যাচে স্মরণীয় জয় পায় ভারতীয় দল।
২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ লড়াই করে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। দুর্দান্ত পারফরম্যান্স দেখান সৌরভ গঙ্গোপাধ্যায়, যুবরাজ সিং, মহম্মদ কাইফ।
২০০৪ সালে অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে পাকিস্তান সফরে যায় ভারতীয় দল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে টেস্ট সিরিজে জয় পায় ভারতীয় দল।
স্টিভ ওয়ার নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল অপরাজেয় হয়ে উঠেছিল। ২০০১ সালে সেই দলকে টেস্ট সিরিজে হারিয়ে দেয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল।
২০০৩ সালের ওডিআই বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে অসাধারণ পারফরম্যান্স দেখায় ভারতীয় দল। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স হলেও ভারতের পারফরম্যান্স প্রশংসিত হয়।
২০০৩-০৪ মরসুমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে গিয়ে টেস্ট সিরিজ ড্র করে ভারতীয় দল। সিডনিতে শেষ টেস্ট ম্যাচে অল্পের জন্য জয় হাতছাড়া হয় ভারতের।