Bangla

শনিবার ওডিআই বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়ার সুযোগ হারালেন রোহিত শর্মা

প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে শতরানের সুযোগ হারালেন রোহিত শর্মা।

Bangla

বিশ্বকাপে ভারতের অধিনায়ক হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে সর্বাধিক স্কোর

শনিবার রোহিত শর্মার ৮৬ রানই ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কোনও অধিনায়কের সর্বাধিক স্কোর।

Image credits: X
Bangla

ওডিআই বিশ্বকাপে বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন অধিনায়ক রোহিত শর্মা

২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৭৭ রান করেছিলেন বিরাট কোহলি। সেটাই এতদিন ভারতীয় অধিনায়ক হিসেবে ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সর্বাধিক রান ছিল।

Image credits: X
Bangla

প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ওডিআই ফর্ম্যাটে ৩০০টি ছক্কা মারলেন রোহিত

শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ৬টি ওভার-বাউন্ডারি মারেন রোহিত শর্মা। এই ইনিংসেই তিনি প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ওডিআই ফর্ম্যাটে ৩০০টি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড গড়লেন।

Image credits: X
Bangla

সব দল মিলিয়ে ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ৩০০ ছক্কার মালিক হলেন রোহিত শর্মা

ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ৩০০টি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

Image credits: X
Bangla

ওডিআই বিশ্বকাপে রান তাড়া করার সময় সবচেয়ে বেশি রান করেছেন রোহিত শর্মা

ভারতীয় ব্যাটারদের মধ্যে ওডিআই বিশ্বকাপে রান তাড়া করার সময় সবচেয়ে বেশি রান করার রেকর্ড রোহিত শর্মার দখলে।

Image credits: Getty
Bangla

প্রথম ম্যাচে রান না পেলেও, চলতি ওডিআই বিশ্বকাপে দারুণ ফর্মে রোহিত

এবারের ওডিআই বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০ রানে আউট হয়ে গেলেও, তারপর টানা ২ ম্যাচে অসাধারণ ইনিংস খেললেন রোহিত শর্মা।

Image credits: Getty
Bangla

এবার ভারতকে ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন করাই অধিনায়ক রোহিত শর্মার লক্ষ্য

২০০৭ সালে ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলের সদস্য ছিলেন রোহিত শর্মা। এবার তিনি অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিততে চান।

Image credits: Getty

Virat Kohli: ওডিআই ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের রেকর্ড কেমন?

India Vs Pakistan: বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচে পাঁচ সচিন

Rinku Singh: জন্মদিনে কুলদেবীর মন্দিরের জন্য ১১ লক্ষ টাকা দান রিঙ্কুর

Virat Kohli: শনিবার সামনে পাকিস্তান, আমেদাবাদে বিরাটের রেকর্ড কেমন?