প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে শতরানের সুযোগ হারালেন রোহিত শর্মা।
শনিবার রোহিত শর্মার ৮৬ রানই ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কোনও অধিনায়কের সর্বাধিক স্কোর।
২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৭৭ রান করেছিলেন বিরাট কোহলি। সেটাই এতদিন ভারতীয় অধিনায়ক হিসেবে ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সর্বাধিক রান ছিল।
শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ৬টি ওভার-বাউন্ডারি মারেন রোহিত শর্মা। এই ইনিংসেই তিনি প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ওডিআই ফর্ম্যাটে ৩০০টি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড গড়লেন।
ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ৩০০টি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
ভারতীয় ব্যাটারদের মধ্যে ওডিআই বিশ্বকাপে রান তাড়া করার সময় সবচেয়ে বেশি রান করার রেকর্ড রোহিত শর্মার দখলে।
এবারের ওডিআই বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০ রানে আউট হয়ে গেলেও, তারপর টানা ২ ম্যাচে অসাধারণ ইনিংস খেললেন রোহিত শর্মা।
২০০৭ সালে ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলের সদস্য ছিলেন রোহিত শর্মা। এবার তিনি অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিততে চান।