বিরাট কোহলির অন্যতম প্রিয় প্রতিপক্ষ পাকিস্তান। বেশিরভাগ ম্যাচেই তিনি বড় রান করেছেন।
শনিবার চলতি ওডিআই বিশ্বকাপে তৃতীয় ম্যাচ খেলতে নামছে ভারত। এই ম্যাচেও বড় স্কোরের লক্ষ্যে বিরাট কোহলি।
২০১১ সাল থেকেই ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন বিরাট কোহলি। এবারও তিনি বড় রান করার লক্ষ্যে খেলতে নামছেন।
পাকিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৫ ম্যাচ খেলে ৬৬২ রান করেছেন বিরাট কোহলি। তাঁর ব্যাটিংয়ের গড় ৫৫.১৭।
পাকিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৩টি শতরান করেছেন বিরাট কোহলি। এর মধ্যে তৃতীয় শতরানটি এসেছে এবারের এশিয়া কাপে।
২০১৫ সালের ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০৭ রান করে ভারতীয় দলকে জেতান বিরাট কোহলি।
ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচ খেলে ১৯৩ রান করেছেন বিরাট কোহলি। তাঁর ব্যাটিংয়ের গড় ৬৪.৩৩।
২০১১ সালে ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় দলে ছিলেন বিরাট কোহলি। দেশের মাটিতে দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে মরিয়া এই তারকা ব্যাটার।
এবারের ওডিআই বিশ্বকাপে ভারতের প্রথম ২ ম্যাচেই অর্ধশতরান করেছেন বিরাট কোহলি।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এখনও পর্যন্ত শতরান করতে পারেননি বিরাট কোহলি। শনিবার সেই রেকর্ড বদলাতে চান এই তারকা ব্যাটার।
India Vs Pakistan: বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচে পাঁচ সচিন
Rinku Singh: জন্মদিনে কুলদেবীর মন্দিরের জন্য ১১ লক্ষ টাকা দান রিঙ্কুর
Virat Kohli: শনিবার সামনে পাকিস্তান, আমেদাবাদে বিরাটের রেকর্ড কেমন?
Rohit Sharma: কপিল, সচিন, ওয়ার্নার, গেইল, সবার রেকর্ড ভেঙে দিলেন রোহিত