২০০৭ সালের ২৯ জুন প্রথম ব্যাটার হিসেবে ওডিআই ফর্ম্যাটে ১৫,০০০ রান পূর্ণ করেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর।
ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে বেশি রানের রেকর্ড সচিন তেন্ডুলকরেরই দখলে। এখনও কেউ সেই রেকর্ড ভাঙতে পারেননি। সচিনের সবচেয়ে কাছাকাছি বিরাট কোহলি।
বেলফাস্টের স্টরমন্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফিউচার কাপের ম্যাচে ওডিআই ফর্ম্যাটে ১৫,০০০ রান পূর্ণ করেন সচিন তেন্ডুলকর।
১৬ বছর আগে এই দিনে বেলফাস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৮৭-তম ওডিআই ম্যাচ খেলেন সচিন তেন্ডুলকর। সেই ম্যাচেই তিনি ওডিআই ফর্ম্যাটে ১৫,০০০ রান পূর্ণ করেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে ১৫,০০০ রান পূর্ণ করলেও, শতরান করতে পারেননি সচিন তেন্ডুলকর।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রেকর্ড গড়ার ম্যাচে ১০৬ বলে ৯৩ রান করে আউট হয়ে যান সচিন তেন্ডুলকর। তাঁর ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রেকর্ড গড়ার ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সচিন তেন্ডুলকর। ভারতীয় দল ৬ উইকেটে জয় পায়।
স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর ও মেয়ে সারা তেন্ডুলকরকে নিয়ে বেড়াতে গিয়েছেন সচিন তেন্ডুলকর। তাঁদের কেনিয়ার মাসাইমারায় দেখা যায়। এছাড়া গলফও খেলছেন সচিন।
আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের মেন্টর ছিলেন সচিন তেন্ডুলকর। তারপর থেকে তাঁর আর কোনও ব্যস্ততা নেই। সেই কারণেই পরিবারের সঙ্গে দেশ-বিদেশে ছুটি কাটাতে পারছেন সচিন।
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গিয়েছে সচিন তেন্ডুলকরের। তাঁরা একসঙ্গে গলফ খেলতে যান।