বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ ইনিংসেই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে। এই পারফরম্যান্সের পরেই ফের সহ-অধিনায়ক করা হল তাঁকে।
২০২১ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর জাতীয় দল থেকে বাদ পড়েন অজিঙ্কা রাহানে। প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে ছিলেন এই ব্যাটার।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮৯ এবং দ্বিতীয় ইনিংসে ৪৬ রান করেন অজিঙ্কা রাহানে।
এবারের আইপিএল-এর চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংসের হয়ে অসাধারণ ব্যাটিং করেন অজিঙ্কা রাহানে। এই পারফরম্যান্সের সুবাদেই জাতীয় দলে ফিরেছেন রাহানে।
টেস্ট ফর্ম্যাটে রোহিত শর্মার পরিবর্ত অধিনায়ক হিসেবে অজিঙ্কা রাহানেকে তৈরি রাখছেন নির্বাচকরা। ভবিষ্যতে ফের জাতীয় দলের নেতৃত্বে দেখা যেতে পারে রাহানেকে।
টেস্ট ফর্ম্যাটে ফের ভারতীয় দলের সহ-অধিনায়ক হয়েছেন অজিঙ্কা রাহানে। এই খবরে ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ক্রিকেটপ্রেমীদের একাংশ এই সিদ্ধান্তে অখুশি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় দল হেরে যাওয়ার পরেই চাপে পড়ে গিয়েছেন রোহিত শর্মা। অজিঙ্কা রাহানেকে সহ-অধিনায়ক পদে ফিরিয়ে রোহিতকে বার্তা দিল বিসিসিআই।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ২ ইনিংসেই বড় রান করতে পারেননি অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা। এরপরেই জাতীয় দল থেকে বাদ দেওয়া হল তাঁকে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি উইকেটকিপার কে এস ভরত। ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁর পরিবর্তে খেলার সুযোগ পেতে পারেন ঈশান কিষান।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়াল। প্রথমবার সিনিয়র জাতীয় দলে সুযোগ পেলেন যশস্বী।