শনিবার ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৫ রানে জয় পেল জিম্বাবোয়ে। ভালো পারফরম্যান্স দেখালেন সিকন্দর রাজা।
ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ৩ ম্যাচ খেলে প্রতিটিই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সুপার সিক্সে পৌঁছে গেল জিম্বাবোয়ে। নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজও সুপার সিক্সে পৌঁছে গেল।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫৮ বলে ৬৮ রান করেন সিকন্দর রাজা। এরপর বোলিং করার সময় ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন এই অলরাউন্ডার।
এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ২৬৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে। জবাবে ৪৪.৪ ওভারে ২৩৩ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচে জিম্বাবোয়ের বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখালেন পেসার টেন্ডাই চাতারা। তিনি ৫২ রান দিয়ে ৩ উইকেট নেন।
জিম্বাবোয়ের হয়ে সিকন্দর রাজার ৫৮ বলে ৬৮ রানের পাশাপাশি ৫৭ বলে ৫০ রান করেন রায়ান বার্ল। অধিনায়ক ক্রেগ আর্ভিন ৫৮ বলে ৪৭ রান করেন।
জিম্বাবোয়ের হয়ে টেন্ডাই চাতারার ৩ উইকেটের পাশাপাশি ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন ব্লেসিং মুজারবানি এবং ২৫ রান দিয়ে ২ উইকেট নেন রিচার্ড এনগারাভা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৬ রান করেন কাইল মেয়ার্স। ৪৪ রান করেন রস্টন চেজ। ৩৪ রান করেন নিকোলাস পুরাণ। ৩০ রান করেন অধিনায়ক শাই হোপ। কিন্তু তাঁরা দলকে জেতাতে পারলেন না।
গ্রুপ বি থেকে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করার পথে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, ওমান। জিম্বাবোয়ের প্রধান প্রতিপক্ষ হতে চলেছে শ্রীলঙ্কা।
সুপার সিক্সে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ২ দল অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে।