প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের পথে হেঁটে এবার রেস্তোরাঁ চালু করলেন সুরেশ রায়নাও। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ভারতীয় রেস্তোরাঁ চালু করলেন তিনি।
রেস্তোরাঁয় বেশ কয়েকজন কর্মী রেখেছেন বটে, তবে নিজেও রান্নার কাজে হাত লাগিয়েছেন সুরেশ রায়না। তিনি নতুন ব্যবসা নিয়ে বেশ উৎসাহী হয়ে উঠেছেন।
নিজের রেস্তোরাঁর সব দিকেই নজর রয়েছে সুরেশ রায়নার। নিজে রান্না করার পাশাপাশি খাবার পরিবেশনও করছেন এই প্রাক্তন ক্রিকেটার।
সোশ্যাল মিডিয়া পোস্টে সুরেশ রায়না জানিয়েছেন, ভারতের বিভিন্ন প্রান্তে যে পদগুলি রয়েছে, সেগুলি ইউরোপের মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
সুরেশ রায়না জানিয়েছেন, তিনি যেমন বরাবরই খেতে ভালোবাসেন, তেমনই রান্না করতেও ভালোবাসেন। সেই ভালোবাসা থেকেই এবার রেস্তোরাঁ চালু করেছেন।
সুরেশ রায়নার স্ত্রী প্রিয়াঙ্কা নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের একটি ব্যাঙ্কে চাকরি করতেন। সেই থেকে নিয়মিত এই শহরে যাতায়াত রায়নার। এবার সেখানেই রেস্তোরাঁ চালু করলেন তিনি।
এবারের আন্তর্জাতিক যোগ দিবসের সময় নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ছিলেন সুরেশ রায়না। সেখানেই তিনি যোগ দিবস পালন করেছেন।
আমস্টারডামে সুরেশ রায়নার রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ ও নৈশভোজের ব্যবস্থা রয়েছে। এছাড়া কেউ চাইলে রেস্তোরাঁ থেকে খাবার নিয়েও যেতে পারেন।
সুরেশ রায়না নতুন রেস্তোরাঁ চালু করায় তাঁর সাফল্য কামনা করছেন ক্রিকেটপ্রেমীরা। জাতীয় দল ও চেন্নাই সুপার কিংসে রায়নার সতীর্থরাও শুভেচ্ছা জানাচ্ছেন।
সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, যুবরাজ সিং-সহ কয়েকজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রেস্তোরাঁ চালু করেছেন। এবার একই পথে হাঁটলেন সুরেশ রায়না।