Bangla

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ভারতীয় রেস্তোরাঁ চালু সুরেশ রায়নার

প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের পথে হেঁটে এবার রেস্তোরাঁ চালু করলেন সুরেশ রায়নাও। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ভারতীয় রেস্তোরাঁ চালু করলেন তিনি।

Bangla

আমস্টারডামে ভারতীয় রেস্তোরাঁয় নিজেই রান্নায় হাত লাগিয়েছেন সুরেশ রায়ান

রেস্তোরাঁয় বেশ কয়েকজন কর্মী রেখেছেন বটে, তবে নিজেও রান্নার কাজে হাত লাগিয়েছেন সুরেশ রায়না। তিনি নতুন ব্যবসা নিয়ে বেশ উৎসাহী হয়ে উঠেছেন।

Image credits: Instagram
Bangla

রেস্তোরাঁয় নিজে রান্না করার পাশাপাশি খাবার পরিবেশনও করছেন সুরেশ রায়না

নিজের রেস্তোরাঁর সব দিকেই নজর রয়েছে সুরেশ রায়নার। নিজে রান্না করার পাশাপাশি খাবার পরিবেশনও করছেন এই প্রাক্তন ক্রিকেটার।

Image credits: Instagram
Bangla

ইউরোপের মানুষের কাছে খাঁটি ভারতীয় খাবার পৌঁছে দেওয়াই লক্ষ্য রায়নার

সোশ্যাল মিডিয়া পোস্টে সুরেশ রায়না জানিয়েছেন, ভারতের বিভিন্ন প্রান্তে যে পদগুলি রয়েছে, সেগুলি ইউরোপের মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

Image credits: Instagram
Bangla

খেতে যেমন ভালোবাসেন, তেমনভাবেই রান্না করতেও ভালোবাসেন সুরেশ রায়না

সুরেশ রায়না জানিয়েছেন, তিনি যেমন বরাবরই খেতে ভালোবাসেন, তেমনই রান্না করতেও ভালোবাসেন। সেই ভালোবাসা থেকেই এবার রেস্তোরাঁ চালু করেছেন।

Image credits: Instagram
Bangla

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের সঙ্গে রায়নার যোগাযোগ অনেকদিনের

সুরেশ রায়নার স্ত্রী প্রিয়াঙ্কা নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের একটি ব্যাঙ্কে চাকরি করতেন। সেই থেকে নিয়মিত এই শহরে যাতায়াত রায়নার। এবার সেখানেই রেস্তোরাঁ চালু করলেন তিনি।

Image credits: Instagram
Bangla

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামেই আন্তর্জাতিক যোগ দিবস পালন রায়নার

এবারের আন্তর্জাতিক যোগ দিবসের সময় নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ছিলেন সুরেশ রায়না। সেখানেই তিনি যোগ দিবস পালন করেছেন। 

Image credits: Instagram
Bangla

সুরেশ রায়নার রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ, নৈশভোজের ব্যবস্থা রাখা হয়েছে

আমস্টারডামে সুরেশ রায়নার রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ ও নৈশভোজের ব্যবস্থা রয়েছে। এছাড়া কেউ চাইলে রেস্তোরাঁ থেকে খাবার নিয়েও যেতে পারেন। 

Image credits: Instagram
Bangla

নতুন রেস্তোরাঁর জন্য সুরেশ রায়নাকে শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা

সুরেশ রায়না নতুন রেস্তোরাঁ চালু করায় তাঁর সাফল্য কামনা করছেন ক্রিকেটপ্রেমীরা। জাতীয় দল ও চেন্নাই সুপার কিংসে রায়নার সতীর্থরাও শুভেচ্ছা জানাচ্ছেন।

Image credits: Instagram
Bangla

সুরেশ রায়নার আগে রেস্তোরাঁ চালু করেন একাধিক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, যুবরাজ সিং-সহ কয়েকজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রেস্তোরাঁ চালু করেছেন। এবার একই পথে হাঁটলেন সুরেশ রায়না।

Image credits: Instagram

ফের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে, রোহিত শর্মাকে স্পষ্ট বার্তা নির্বাচকদের

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন, এখন কী করছেন সন্দীপ ল্যামিছানে?

মহেন্দ্র সিং ধোনির মোট সম্পত্তি কত টাকার? তিনি কোন সংস্থাগুলির মালিক?

নাতাশা স্ট্যানকোভিচ, অগস্ত্যকে নিয়ে ফুকেতে ছুটি কাটাচ্ছেন হার্দিক