বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হেরে গিয়েছে ভারতীয় দল। এরপর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়া হয়নি অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক হয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দল হেরে যাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দল হেরে যাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠছে।
আইসিসি টুর্নামেন্টে ভারতীয় দলের টানা ব্যর্থতার পরেও রোহিত শর্মার পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক।
রোহিত শর্মার প্রশংসা করে মাইকেল ক্লার্ক বলেছেন, ‘আমি রোহিতের উপর বিশ্বাস রাখতে চাই। আমার মনে হয়, ও খুব ভালো অধিনায়ক। ওর আক্রমণাত্মক মানসিকতা আমার ভালো লাগে। ওর মানসিকতা ইতিবাচক।’
রোহিত শর্মার প্রশংসা করে মাইকেল ক্লার্ক বলেছেন, ‘আইপিএল-এ রোহিত শর্মার রেকর্ড অসাধারণ। ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিততে পারেনি বলেই রোহিত খারাপ অধিনায়ক এমন নয়।’
ভারতীয় দল পরপর ২ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠেছে। এটা যথেষ্ট কৃতিত্বের ব্যাপার বলেই মত মাইকেল ক্লার্কের।