ভারতীয় ক্রিকেট দল ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ব্যাটার বিরাট কোহলির মোট সম্পত্তির পরিমাণ এখন ১,০৫০ কোটি টাকা।
প্রতিটি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট বাবদ ৭.৫ কোটি টাকা থেকে ১০ কোটি টাকা পর্যন্ত আয় করেন বিরাট কোহলি। এটা তাঁর আয়ের অন্যতম উৎস।
গুরুগ্রামে বিরাট কোহলির বাসভবনের দাম ৮১ কোটি টাকা। মুম্বইয়ে বিরাটের ফ্ল্যাটের দাম ৩৪ কোটি টাকা। একাধিক গাড়ির মালিক বিরাট। সবমিলিয়ে তাঁর ৩১ কোটি টাকার গাড়ি আছে।
সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেও বিরাট কোহলির আয়ের পরিমাণ নেহাত কম নয়। প্রতিটি ট্যুইট থেকে ২.৫ কোটি টাকা করে পান বিরাট।
বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে প্রতিটি পোস্ট থেকে ৮.৯ কোটি টাকা করে আয় করেন বিরাট কোহলি।
আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার সুবাদে প্রতি মরসুমে ১৫ কোটি টাকা করে পান বিরাট কোহলি।
ভারতীয় দলের হয়ে প্রতিটি টেস্ট ম্যাচ খেলার সুবাদে ১৫ লক্ষ টাকা, প্রতিটি ওডিআই ম্যাচ খেলার জন্য ৬ লক্ষ টাকা এবং প্রতিটি টি-২০ ম্যাচ খেলার জন্য ৩ লক্ষ টাকা করে পান বিরাট কোহলি।
বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ স্তরে আছেন বিরাট কোহলি। বিসিসিআই-এর চুক্তি অনুযায়ী বার্ষিক ৭ কোটি টাকা পান তিনি।
আইএসএল-এর জনপ্রিয় দল এফসি গোয়া, একটি টেনিস দল, প্রো রেসলিং লিগেরও একটি দলের কর্ণধার বিরাট কোহলি। এখান থেকেও তাঁর আয় হয়।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর আপাতত কোনও ম্যাচ নেই ভারতীয় দলের। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন বিরাট কোহলিরা।