Bangla

রবীন্দ্র থেকে ফিলিপস, এই নিউজিল্যান্ড ক্রিকেটারদের সুন্দরী স্ত্রী

নিউজিল্যান্ডের বেশিরভাগ ক্রিকেটারেরই স্ত্রী বা বান্ধবী অত্যন্ত সুন্দরী। রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপসও এই তালিকায় আছেন।

Bangla

রাচিন রবীন্দ্র এখনও বিয়ে করেননি, তবে তাঁর বান্ধবী অত্যন্ত সুন্দরী

কিউয়ি দলের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রর বান্ধবীর নাম প্রেমিলা মোরার। যিনি একজন ফ্যাশন ডিজাইনার। তাঁরা তিন বছর ধরে সম্পর্কে আছেন।

Image credits: Social media
Bangla

নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসনের স্ত্রী পেশায় নার্স

কেন উইলিয়ামসনের স্ত্রী সারা রহিম পেশায় একজন নার্স। তাঁদের প্রথম দেখা ২০১৫ সালে। কেন এবং সারার তিনটি সন্তান আছে। যার মধ্যে দু'টি মেয়ে এবং একটি ছেলে।

Image credits: NewZealand Cricket facebook
Bangla

নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারের স্ত্রী পরিবেশ নিয়ে কাজ করেন

মিচেল স্যান্টনারের স্ত্রীর নাম ক্যাটলিন ডোডুন্স্কি। তিনি একজন ইকোলজিস্ট, যিনি পরিবেশ নিয়ে পড়াশোনা করেন।

Image credits: NewZealand Cricket facebook
Bangla

নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার গ্লেন ফিলিপসের স্ত্রীও অত্যন্ত সুন্দরী

গ্লেন ফিলিপসের স্ত্রীর নাম কেট ভিক্টোরিয়া ফিলিপস। তিনি খুবই সুন্দরী। তাঁদের বিয়ে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে হয়।

Image credits: NewZealand Cricket facebook
Bangla

নিউজিল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটার ড্যারিল মিচেলের স্ত্রী সুন্দরী

ড্যারিল মিচেলের স্ত্রীর নাম এমি মিচেল। তিনি দুই সন্তানের মা। এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো পারফরম্যান্স মিচেলের।

Image credits: NewZealand Cricket facebook
Bangla

নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার টম ল্যাথামের স্ত্রী সবসময় পাশে থাকেন

টম ল্যাথামের স্ত্রীর নাম নিকোল ম্যাকুলি। মাঠে এবং মাঠের বাইরে, সব জায়গায় ল্যাথামের সাফল্যের পিছনে তাঁর স্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

Image credits: Cricket For India
Bangla

ডেভন কনওয়ের সুন্দরী স্ত্রী কিম ওয়াটসন প্রায়ই স্টেডিয়ামে পৌঁছে যান

ডেভন কনওয়ের স্ত্রীর নাম কিম ওয়াটসন। তিনি প্রায়শই তাঁর স্বামীকে উৎসাহিত করার জন্য মাঠে উপস্থিত থাকেন।

Image credits: Social media
Bangla

নিউজিল্যান্ডের তারকা পেসার ম্যাট হেনরির বহু স্ত্রীর নাম হলি ক্যারন

নিউজিল্যান্ডের বোলার ম্যাট হেনরির বাগদত্তার নাম হলি ক্যারন। তিনি ইউটিউবারও এবং বিউটি টিপসের ভিডিও শেয়ার করেন।

Image credits: India Fantasy

দুবাইয়ে কফি ডেটে রবীন্দ্র জাডেজা, কার সঙ্গে গেলেন ভারতের অলরাউন্ডার?

অনুষ্কা শর্মার আগে এই ৩ সুন্দরীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বিরাট

সারা তেন্ডুলকর-শুবমান গিল কি সত্যিই সম্পর্কে জড়িয়েছেন? ফের জল্পনা

অস্ট্রেলিয়া সফরে গিয়ে রেস্তোরাঁয় গোমাংস খেয়েছিলেন রোহিত শর্মা? সত্যি?