অনুষ্কার সঙ্গে প্রেম, বিয়ের আগে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বিরাট
অনুষ্কা শর্মার সঙ্গে কয়েক বছর প্রেমের পর বিয়ে করে সুখে সংসার করছেন বিরাট কোহলি। তবে তাঁর পুরনো সম্পর্ক নিয়ে এখনও চর্চা চলছে।
Cricket Feb 18 2025
Author: Soumya Gangully Image Credits:social media
Bangla
বৃহস্পতিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ, তৈরি বিরাট
বুধবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুরু হতে চলেছে। ভারতীয় ব্যাটার বিরাট কোহলির উপর সবার নজর রয়েছে। তাঁর ব্যাট থেকে রানের আশা করা হচ্ছে।
Image credits: Pinterest
Bangla
ক্রিকেটের বাইরেও বিভিন্ন বিষয়ে বিরাট কোহলিকে নিয়ে সবসময় আলোচনা হয়
খেলার পাশাপাশি বিরাট কোহলি ব্যক্তিগত জীবন নিয়েও শিরোনামে থাকেন। প্রেম, আয় নিয়ে আলোচনার বিষয় হয়ে ওঠেন তিনি।
Image credits: Pinterest
Bangla
অনুষ্কা শর্মার সঙ্গে সম্পর্কের আগে ৩ সুন্দরীর সঙ্গে প্রেম বিরাট কোহলির
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ে হয় ১১ ডিসেম্বর, ২০১৭। ২০১৪ সালে তাঁদের দেখা। এর আগে তিন সুন্দরীর সঙ্গে বিরাটের নাম জড়িয়েছিল।
Image credits: Pinterest
Bangla
জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক ছিল
বিরাট কোহলির প্রেমিকাদের মধ্যে প্রথমেই আসে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার নাম। একটি বিজ্ঞাপনে কাজ করার পর ডেটিংয়ের গুঞ্জন ওঠে।
Image credits: insta/tamannaahspeaks
Bangla
সারা জেন ডিয়াসের সঙ্গেও বিরাট কোহলির সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল
২০০৭-এর মিস ইন্ডিয়া সারা জেন ডিয়াসের সঙ্গেও বিরাট কোহলির নাম জড়িয়েছিল। খবর অনুযায়ী, একটি পার্টিতে দেখা হওয়ার পর ডেটিংয়ের খবর ছড়ায়।
Image credits: insta/sarahjanedias
Bangla
অভিনেত্রী সঞ্জনা গালরানির সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক নিয়ে জল্পনা ছিল
দক্ষিণী অভিনেত্রী সঞ্জনা গালরানির নামও বিরাট কোহলির সঙ্গে জড়িয়েছিল। খবর অনুযায়ী, তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। পরে অবশ্য এই অভিনেত্রী বিরাটকে বন্ধু বলেছিলেন।