বুধবার ওডিআই বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শতরান করে কিংবদন্তী সচিন তেন্ডুলকরের সঙ্গে একই সারিতে বসে পড়লেন ডেভিড ওয়ার্নার।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৯৩ বলে ১০৪ রান করেন ডেভিড ওয়ার্নার। ৮ উইকেটে ৩৯৯ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৯০ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস।
আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন ডেভিড ওয়ার্নার। ফলে অরুণ জেটলি স্টেডিয়াম তাঁর ঘরের মাঠ। বুধবার সেই মাঠেই শতরান করলেন তিনি।
এবারের ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১৬৩ রানের অসামান্য ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। বুধবার ফের শতরান করলেন তিনি।
ওডিআই বিশ্বকাপে ৬টি শতরানের নজির আছে সচিন তেন্ডুলকরের। বুধবার ডেভিড ওয়ার্নারও ষষ্ঠ শতরান করে ফেললেন।
ওডিআই বিশ্বকাপে এতদিন অস্ট্রেলিয়ার কোনও ব্যাটারের সবচেয়ে ভালো পারফরম্যান্স ছিল ৫টি শতরান। সেই রেকর্ড উন্নত করলেন ডেভিড ওয়ার্নার।
এবারের ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৩৩২ রান করেছেন ডেভিড ওয়ার্নার। তিনি সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় তৃতীয় স্থানে।
ওডিআই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ৭টি শতরান করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সেই রেকর্ড ভেঙে দেওয়ার লক্ষ্যে ডেভিড ওয়ার্নার।
Glenn Maxwell: ওডিআই বিশ্বকাপে দ্রুততম শতরান, উচ্ছ্বসিত ম্যাক্সওয়েল
Bishan Singh Bedi: বিষেণ সিং বেদীর প্রয়াণে শোকবার্তা পাকিস্তান থেকেও
Virat Kohli: গত বছর এই দিনেই পাকিস্তানের মুখের গ্রাস কেড়েছিলেন বিরাট
Rohit Sharma: চোটের আশঙ্কা দূর করে মাঠে ফিরলেন অধিনায়ক রোহিত শর্মা