ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ডের অহঙ্কার খর্ব করতে পেরে খুশি মাহিশ থিকসানা
বৃহস্পতিবারের ম্যাচে শ্রীলঙ্কাকে খাটো করে দেখেছিল ইংল্যান্ড। সহজ জয়ের পর জানালেন শ্রীলঙ্কার তারকা মাহিশ থিকসানা।
Cricket Oct 26 2023
Author: Soumya Gangully Image Credits:Instagram
Bangla
পরিকল্পনা অনুযায়ী খেলে ইংল্যান্ডকে হারিয়েছে শ্রীলঙ্কা, জানালেন থিকসানা
মাহিশ থিকসানা জানিয়েছেন, 'আমরা নিজেদের শক্তি অনুযায়ী খেলেছি। আমাদের পরিকল্পনা অত্যন্ত সহজ ছিল। সেই কারণেই আমরা জয় পেয়েছি।'
Image credits: Instagram
Bangla
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ বোলিং করেছেন মাহিশ থিকসানা
ইংল্যান্ডের বিরুদ্ধে ৮.২ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ২১ রান দিয়ে ১ উইকেট নেন মাহিশ থিকসানা।
Image credits: Instagram
Bangla
চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন মাহিশ থিকসানা
এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন মাহিশ থিকসানা। তিনি দলকে আইপিএল চ্যাম্পিয়ন করতে সাহায্য করেন। এবার ওডিআই বিশ্বকাপেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।
Image credits: Instagram
Bangla
এবারের ওডিআই বিশ্বকাপে ৩ ম্যাচ হেরে যাওয়ার পর অবশেষে জয় পেল শ্রীলঙ্কা
এবারের ওডিআই বিশ্বকাপে এর আগে শুধু নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয় পেল শ্রীলঙ্কা।
Image credits: Instagram
Bangla
অভিজ্ঞ বোলার অ্যাঞ্জেলো ম্যাথুজের সঙ্গে খেলার সুযোগ পেয়ে খুশি থিকসানা
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখান শ্রীলঙ্কার অভিজ্ঞ বোলার অ্যাঞ্জেলো ম্যাথুজ। তাঁকে কৃতিত্ব দিচ্ছেন মাহিশ থিকসানা।
Image credits: Instagram
Bangla
আইপিএল-এ ধোনির সঙ্গে খেলে ক্রিকেটার হিসেবে উন্নতি হয়েছে মাহিশ থিকসানার
চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুবাদে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে অনেককিছু শিখেছেন মাহিশ থিকসানা। তিনি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওডিআই বিশ্বকাপে ভালো বোলিং করছেন।
Image credits: Instagram
Bangla
সোমবার ওডিআই বিশ্বকাপে আফগানিস্তানের মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কা
চলতি ওডিআই বিশ্বকাপে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করার আশা রয়েছে। সেই কারণে পরের ম্যাচগুলি জেতাই শ্রীলঙ্কার ক্রিকেটারদের লক্ষ্য।