বৃহস্পতিবারের ম্যাচে শ্রীলঙ্কাকে খাটো করে দেখেছিল ইংল্যান্ড। সহজ জয়ের পর জানালেন শ্রীলঙ্কার তারকা মাহিশ থিকসানা।
মাহিশ থিকসানা জানিয়েছেন, 'আমরা নিজেদের শক্তি অনুযায়ী খেলেছি। আমাদের পরিকল্পনা অত্যন্ত সহজ ছিল। সেই কারণেই আমরা জয় পেয়েছি।'
ইংল্যান্ডের বিরুদ্ধে ৮.২ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ২১ রান দিয়ে ১ উইকেট নেন মাহিশ থিকসানা।
এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন মাহিশ থিকসানা। তিনি দলকে আইপিএল চ্যাম্পিয়ন করতে সাহায্য করেন। এবার ওডিআই বিশ্বকাপেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।
এবারের ওডিআই বিশ্বকাপে এর আগে শুধু নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয় পেল শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখান শ্রীলঙ্কার অভিজ্ঞ বোলার অ্যাঞ্জেলো ম্যাথুজ। তাঁকে কৃতিত্ব দিচ্ছেন মাহিশ থিকসানা।
চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুবাদে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে অনেককিছু শিখেছেন মাহিশ থিকসানা। তিনি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওডিআই বিশ্বকাপে ভালো বোলিং করছেন।
চলতি ওডিআই বিশ্বকাপে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করার আশা রয়েছে। সেই কারণে পরের ম্যাচগুলি জেতাই শ্রীলঙ্কার ক্রিকেটারদের লক্ষ্য।