এবারের ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার সুযোগ পান মহম্মদ সামি। ৫৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন এই পেসার।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্সের পর ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলার সুযোগ পাবেন বলে আশায় মহম্মদ সামি।
ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ সামি। সেই রেকর্ড বজায় রাখাই তাঁর লক্ষ্য।
ইংল্যান্ডের বিরুদ্ধে সব ফর্ম্যাট মিলিয়ে এখনও পর্যন্ত ৩১ ম্যাচ খেলে ৬৮ উইকেট নিয়েছেন মহম্মদ সামি।
ওডিআই ফর্ম্যাটে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪টি ম্যাচ খেলে ২১ উইকেট নিয়েছেন মহম্মদ সামি।
ওডিআই ফর্ম্যাটে ইংল্যান্ডের বিরুদ্ধে মহম্মদ সামির ইকনমি রেট ৫ এবং বোলিংয়ের গড় ২৫.৮৫।
ধরমশালায় ৫ উইকেট নেওয়ার পর লখনউয়েও ভালো বোলিং করার ব্যাপারে আত্মবিশ্বাসী মহম্মদ সামি।
হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর ফিট থাকলে হয়তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সুযোগ পেতেন না মহম্মদ সামি। তবে সুযোগ কাজে লাগিয়েছেন এই পেসার।