আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার কেউ 'টাইমড আউট' হলেন। এই ঘটনা মেনে নিতে পারছেন না শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ।
অ্যাঞ্জেলো ম্যাথুজের দাবি, বাংলাদেশ যতটা নিচু আচরণ করল, আন্তর্জাতিক ক্রিকেটে অন্য কোনও দল এরকম করেনি।
অ্যাঞ্জেলো ম্যাথুজ দাবি করেছেন, ‘আমি কোনও ভুল বা অন্যায় করিনি। আমার ২ মিনিটের মধ্যেই তৈরি হওয়ার কথা ছিল। আমি সেটা করেছি। তারপর হেলমেট নিয়ে সমস্যা হয়।’
অ্যাঞ্জেলো ম্যাথুজ বলেছেন, ‘সাধারণ বোধ-বুদ্ধি কোথায় গেল জানি না। শাকিব ও বাংলাদেশ লজ্জাজনক আচরণ করল।’
বাংলাদেশকে আক্রমণ করে অ্যাঞ্জেলো ম্যাথুজ বলেছেন, ‘ওরা যদি এভাবে ক্রিকেট খেলতে চায়, এতটা নীচে নামে, তাহলে সেটা ঠিক হবে না।’
অ্যাঞ্জেলো ম্যাথুজ দাবি করেছেন, ‘আমি ২ মিনিটের মধ্যেই ক্রিজে পৌঁছে গিয়েছিলাম। আমার হেলমেট ভেঙে যাওয়ার পরেও ক্রিজে ছিলাম। আমাকে টাইমড আউট দেওয়ার জন্য ৫ সেকেন্ড বাকি ছিল।’
অ্যাঞ্জেলো ম্যাথুজ বলেছেন, 'আম্পায়াররা আমাদের কোচদের বলেছেন, আমার হেলমেট যে ভেঙে গিয়েছে, সেটা তাঁরা বুঝতে পারেননি। কিন্তু আমি অন্য হেলমেট চাইছিলাম।'
অ্যাঞ্জেলো ম্যাথুজ জানিয়েছেন, ‘আমরা পরবর্তীকালে এ বিষয়ে বিবৃতি দেব। আমাদের কাছে ভিডিও আছে। আমি প্রমাণ নিয়েই কথা বলছি।’