Bangla

'টাইমড আউট' হওয়া নিয়ে বাংলাদেশকে তীব্র আক্রমণ অ্যাঞ্জেলো ম্যাথুজের

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার কেউ 'টাইমড আউট' হলেন। এই ঘটনা মেনে নিতে পারছেন না শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ।

Bangla

কোনও দলকে এত নীচে নামতে দেখিনি, বাংলাদেশকে তোপ অ্যাঞ্জেলো ম্যাথুজের

অ্যাঞ্জেলো ম্যাথুজের দাবি, বাংলাদেশ যতটা নিচু আচরণ করল, আন্তর্জাতিক ক্রিকেটে অন্য কোনও দল এরকম করেনি।

Image credits: Instagram
Bangla

ক্রিকেটের কোনও নিয়ম লঙ্ঘন করেননি, ম্যাচের পর দাবি অ্যাঞ্জেলো ম্যাথুজের

অ্যাঞ্জেলো ম্যাথুজ দাবি করেছেন, ‘আমি কোনও ভুল বা অন্যায় করিনি। আমার ২ মিনিটের মধ্যেই তৈরি হওয়ার কথা ছিল। আমি সেটা করেছি। তারপর হেলমেট নিয়ে সমস্যা হয়।’

Image credits: Instagram
Bangla

অধিনায়ক শাকিব আল-হাসান ও বাংলাদেশ দলকে আক্রমণ অ্যাঞ্জেলো ম্যাথুজের

অ্যাঞ্জেলো ম্যাথুজ বলেছেন, ‘সাধারণ বোধ-বুদ্ধি কোথায় গেল জানি না। শাকিব ও বাংলাদেশ লজ্জাজনক আচরণ করল।’

Image credits: Instagram
Bangla

এত নীচে নামলে কিছু করতে পারবে না বাংলাদেশ, আক্রমণ অ্যাঞ্জেলো ম্যাথুজের

বাংলাদেশকে আক্রমণ করে অ্যাঞ্জেলো ম্যাথুজ বলেছেন, ‘ওরা যদি এভাবে ক্রিকেট খেলতে চায়, এতটা নীচে নামে, তাহলে সেটা ঠিক হবে না।’

Image credits: X
Bangla

২ মিনিটের মধ্যেই ব্যাটিংয়ের জন্য তৈরি ছিলেন, দাবি অ্যাঞ্জেলো ম্যাথুজের

অ্যাঞ্জেলো ম্যাথুজ দাবি করেছেন, ‘আমি ২ মিনিটের মধ্যেই ক্রিজে পৌঁছে গিয়েছিলাম। আমার হেলমেট ভেঙে যাওয়ার পরেও ক্রিজে ছিলাম। আমাকে টাইমড আউট দেওয়ার জন্য ৫ সেকেন্ড বাকি ছিল।’

Image credits: X
Bangla

'টাইমড আউট'-এর সিদ্ধান্ত নেওয়ায় আম্পায়ারদেরও সমালোচনা করেছেন ম্যাথুজ

অ্যাঞ্জেলো ম্যাথুজ বলেছেন, 'আম্পায়াররা আমাদের কোচদের বলেছেন, আমার হেলমেট যে ভেঙে গিয়েছে, সেটা তাঁরা বুঝতে পারেননি। কিন্তু আমি অন্য হেলমেট চাইছিলাম।'

Image credits: X
Bangla

তথ্য-প্রমাণ দিয়ে এই ঘটনার বিচার চাইবেন, জানিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ

অ্যাঞ্জেলো ম্যাথুজ জানিয়েছেন, ‘আমরা পরবর্তীকালে এ বিষয়ে বিবৃতি দেব। আমাদের কাছে ভিডিও আছে। আমি প্রমাণ নিয়েই কথা বলছি।’

Image credits: X

Virat Kohli Birthday: বিরাট ছাড়াও জন্মদিনে ওডিআই-তে শতরান এই তারকাদের

India Vs South Africa: ইডেনে ক্রিস গেইলের রেকর্ড ভাঙতে পারেন রোহিত

Afghanistan Cricket: প্রয়াত মায়ের জন্য সেমি-ফাইনাল খেলতে মরিয়া শাহিদি

India Vs Sri Lanka: ওডিআই বিশ্বকাপে পঞ্চমবার ৩৫০-এর বেশি রান ভারতের