Bangla

জন্মদিনে ওডিআই বিশ্বকাপের ম্যাচে শতরান করে নজির গড়লেন বিরাট কোহলি

বিশ্বের সপ্তম ব্যাটার হিসেবে জন্মদিনে ওডিআই ম্যাচে শতরান করলেন বিরাট কোহলি।

Bangla

রবিবার ইডেন গার্ডেন্সে অসাধারণ ইনিংস খেললেন ভারতীয় দলের তারকা ব্যাটার

এবারের ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত ফর্মে বিরাট কোহলি। ধারাবাহিকভাবে রান করে চলেছেন তিনি।

Image credits: X
Bangla

রবিবার ওডিআই ম্যাচে ৪৯-তম শতরান করে সচিনের রেকর্ড স্পর্শ করলেন বিরাট

এতদিন ওডিআই ফর্ম্যাটে সর্বাধিক ৪৯টি শতরানের রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের দখলে। রবিবার বিরাট কোহলিরও ৪৯টি শতরান হয়ে গেল।

Image credits: X
Bangla

রবিবার ইডেন গার্ডেন্সে স্বভাববিরুদ্ধভাবে ধৈর্য ধরে ব্যাটিং করলেন বিরাট

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১৯ বলে শতরান পূর্ণ করেন বিরাট। এদিন তাঁর ইনিংসে ১০টি বাউন্ডারি থাকলেও, একটিও ওভার-বাউন্ডারি ছিল না।

Image credits: X
Bangla

ইডেনে শ্রেয়াস আইয়ারের সঙ্গে জুটিতে ১০০-র বেশি রান যোগ করেন বিরাট কোহলি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার।

Image credits: X
Bangla

১৯৯৮ সালে ২৫-তম জন্মদিনে ওডিআই ম্যাচে শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর

১৯৯৮ সালের ২৪ এপ্রিল ২৫-তম জন্মদিনে শারজায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই ম্যাচে শতরান করেন সচিন তেন্ডুলকর।

Image credits: X
Bangla

জন্মদিনে ওডিআই ম্যাচে শতরান করার নজির আছে সচিনের বন্ধু বিনোদ কাম্বলির

ভারতীয় দলের প্রাক্তন ব্যাটার বিনোদ কাম্বলিরও জন্মদিনে ওডিআই ম্যাচে শতরান আছে।

Image credits: X
Bangla

সচিন, কাম্বলি, বিরাট ছাড়াও ৪ জন জন্মদিনে ওডিআই ম্যাচে শতরান করেছেন

সনৎ জয়সূর্য, রস টেলর, টম ল্যাথাম, মিচেল মার্শ জন্মদিনে ওডিআই ম্যাচে শতরান করেন।

Image credits: X

India Vs South Africa: ইডেনে ক্রিস গেইলের রেকর্ড ভাঙতে পারেন রোহিত

Afghanistan Cricket: প্রয়াত মায়ের জন্য সেমি-ফাইনাল খেলতে মরিয়া শাহিদি

India Vs Sri Lanka: ওডিআই বিশ্বকাপে পঞ্চমবার ৩৫০-এর বেশি রান ভারতের

Indian Cricket Team: ওডিআই বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সফলতম দল ভারত