Cricket

জন্মদিনে ওডিআই বিশ্বকাপের ম্যাচে শতরান করে নজির গড়লেন বিরাট কোহলি

বিশ্বের সপ্তম ব্যাটার হিসেবে জন্মদিনে ওডিআই ম্যাচে শতরান করলেন বিরাট কোহলি।

Image credits: X

রবিবার ইডেন গার্ডেন্সে অসাধারণ ইনিংস খেললেন ভারতীয় দলের তারকা ব্যাটার

এবারের ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত ফর্মে বিরাট কোহলি। ধারাবাহিকভাবে রান করে চলেছেন তিনি।

Image credits: X

রবিবার ওডিআই ম্যাচে ৪৯-তম শতরান করে সচিনের রেকর্ড স্পর্শ করলেন বিরাট

এতদিন ওডিআই ফর্ম্যাটে সর্বাধিক ৪৯টি শতরানের রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের দখলে। রবিবার বিরাট কোহলিরও ৪৯টি শতরান হয়ে গেল।

Image credits: X

রবিবার ইডেন গার্ডেন্সে স্বভাববিরুদ্ধভাবে ধৈর্য ধরে ব্যাটিং করলেন বিরাট

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১৯ বলে শতরান পূর্ণ করেন বিরাট। এদিন তাঁর ইনিংসে ১০টি বাউন্ডারি থাকলেও, একটিও ওভার-বাউন্ডারি ছিল না।

Image credits: X

ইডেনে শ্রেয়াস আইয়ারের সঙ্গে জুটিতে ১০০-র বেশি রান যোগ করেন বিরাট কোহলি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার।

Image credits: X

১৯৯৮ সালে ২৫-তম জন্মদিনে ওডিআই ম্যাচে শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর

১৯৯৮ সালের ২৪ এপ্রিল ২৫-তম জন্মদিনে শারজায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই ম্যাচে শতরান করেন সচিন তেন্ডুলকর।

Image credits: X

জন্মদিনে ওডিআই ম্যাচে শতরান করার নজির আছে সচিনের বন্ধু বিনোদ কাম্বলির

ভারতীয় দলের প্রাক্তন ব্যাটার বিনোদ কাম্বলিরও জন্মদিনে ওডিআই ম্যাচে শতরান আছে।

Image credits: X

সচিন, কাম্বলি, বিরাট ছাড়াও ৪ জন জন্মদিনে ওডিআই ম্যাচে শতরান করেছেন

সনৎ জয়সূর্য, রস টেলর, টম ল্যাথাম, মিচেল মার্শ জন্মদিনে ওডিআই ম্যাচে শতরান করেন।

Image credits: X